October 5, 2025

কল্যাণী এইমসে ‘BHISHM কিউব’ প্রদর্শনী, দুর্যোগ মোকাবিলায় ভ্রাম্যমাণ হাসপাতালের নজিরবিহীন উদ্যোগ

সোমালিয়া ওয়েব নিউজঃ দুর্যোগকালে দ্রুত চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং দুর্যোগ ব্যবস্থাপনা সেলের যৌথ উদ্যোগে গঠিত “আরোগ্য মৈত্রী” প্রকল্পের অধীনে নদিয়ার কল্যাণী AIIMS-এ অনুষ্ঠিত হল এক ব্যতিক্রমী প্রদর্শনী। এখানে ‘BHISHM কিউব’ নামে একটি ভ্রাম্যমাণ হাসপাতাল ব্যবস্থার বাস্তব রূপ ও কার্যকারিতা তুলে ধরা হয়।

এই আধুনিক ভ্রাম্যমাণ হাসপাতালটি BHISHM (Bharat Health Initiative for Sahyog, Hita and Maitri) প্রকল্পের অংশ। এটি এমন এক মোবাইল হাসপাতাল, যা দুর্যোগের মুহূর্তে— তা হোক ভূমিকম্প, বন্যা বা অন্য কোনও মানবসৃষ্ট বা প্রাকৃতিক বিপর্যয়— দ্রুত বিমান, সড়ক অথবা জলপথে দুর্গত অঞ্চলে পৌঁছে যেতে পারে এবং ২০ থেকে ৪০ মিনিটের মধ্যেই সম্পূর্ণরূপে স্থাপন ও চালু করা যায়।

কিভাবে কাজ করে BHISHM কিউব?

এই ভ্রাম্যমাণ হাসপাতালটি মডুলার কিউব সিস্টেমে গঠিত, যা একাধিক ছোট ছোট ইউনিটের মাধ্যমে গড়ে তোলা হয়। প্রদর্শনীতে দেখানো হয়েছে, কীভাবে এই কিউবগুলি একত্রিত করে একটি কার্যকর হাসপাতাল বানানো যায়। এটি প্রতি মুহূর্তে ২০০ জন আহত রোগীকে চিকিৎসা দিতে সক্ষম এবং ৬০ জনের জরুরি অস্ত্রোপচারও ঘটনাস্থলেই করা যায়।

প্রদর্শনীতে কারা কারা ছিলেন?

এই গুরুত্বপূর্ণ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন:

  • অধ্যাপক (ডঃ) তন্ময় রায়, BHISHM কিউবের উদ্ভাবক, অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল এবং বিশিষ্ট সেবা পদকপ্রাপ্ত
  • অধ্যাপক রামজিসিং, এক্সিকিউটিভ ডিরেক্টর, AIIMS কল্যাণী
  • অধ্যাপক অজয় মল্লিক, চিকিৎসা সুপারিনটেনডেন্ট, AIIMS কল্যাণী
  • মিঃ বিশাল, প্রতিনিধি, HLL Lifecare Ltd.

এছাড়াও, ভারতীয় সেনাবাহিনী, NDRF, BSF, রাজ্য সরকারের প্রশাসনিক আধিকারিক, AIIMS কল্যাণীর ডাক্তার ও নার্স সহ মোট ২০০-র বেশি অংশগ্রহণকারী এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেন।

ভবিষ্যতের জন্য এই প্রযুক্তির গুরুত্ব

BHISHM কিউব প্রদর্শনী দেখিয়েছে, দুর্যোগ মুহূর্তে শুধু দ্রুত সাড়া দেওয়াই নয়, প্রযুক্তিগত দক্ষতার সঙ্গে প্রাণ বাঁচানো সম্ভব। ভারতের স্বাস্থ্য খাতে এই উদ্যোগ দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে এক ঐতিহাসিক মাইলফলক।

স্বাস্থ্য ও প্রতিরক্ষা খাতের সমন্বয়ে এই ধরনের ভ্রাম্যমাণ চিকিৎসা ইউনিট ভবিষ্যতে দেশীয় ও আন্তর্জাতিক স্তরে ভারতকে আরও শক্তিশালী ও মানবিক সহায়তার প্রতীক করে তুলবে— এমনটাই মত বিশেষজ্ঞদের।

Loading