সোমালিয়া ওয়েব নিউজঃ ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে এবার কড়া পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন। দক্ষিণ ২৪ পরগনার ১৩৭-বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্র এবং পূর্ব মেদিনীপুরের ২০৬-ময়না বিধানসভা কেন্দ্র-এর ফর্ম-৬ আবেদনের নিষ্পত্তিতে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। এই দুই কেন্দ্রের একাধিক দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের বিরুদ্ধে তদন্ত শুরু করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
৮ই আগস্ট জারি করা চিঠিতে কমিশনের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই সংশ্লিষ্ট কেন্দ্রের ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার (ইআরও) এবং অ্যাসিস্ট্যান্ট ইআরও (এআইআরও)-দের তৎক্ষণাত সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্ত আধিকারিকরা হলেন:
- শ্রী দেবত্তম দত্ত চৌধুরি, ইআরও, বারুইপুর পূর্ব
- শ্রী তথাগত মন্ডল, এআইআরও, বারুইপুর পূর্ব
- শ্রী বিপ্লব সরকার, ইআরও, ময়না
- শ্রী সুদীপ্ত দাস, এআইআরও, ময়না
এছাড়াও, ফর্ম-৬ সংক্রান্ত ডেটা এন্ট্রির কাজে যুক্ত চুক্তিভিত্তিক কর্মী শ্রী সুরজিত হালদার-এর বিরুদ্ধেও এফআইআর করার নির্দেশ দিয়েছে কমিশন।
কমিশনের বক্তব্য, ৫ই আগস্ট পাঠানো চিঠির ভিত্তিতে এখনো পর্যন্ত রাজ্য প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো কমপ্লায়েন্স রিপোর্ট জমা পড়েনি। কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, ১১ই আগস্ট, ২০২৫-এর মধ্যে দুপুর ৩টার মধ্যে সমস্ত পদক্ষেপের বিস্তারিত প্রতিবেদন কমিশনের কাছে পৌঁছে দিতে হবে।
চিঠিতে নির্বাচন কমিশনের সচিব সুজিত কুমার মিশ্র জানিয়েছেন, এই ধরনের অনিয়ম গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে এবং তাই কোনোভাবেই শিথিলতা সহ্য করা হবে না।
নবান্নে এই চিঠি পৌঁছানোর পর থেকেই প্রশাসনিক মহলে তীব্র আলোড়ন শুরু হয়েছে।

More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক