সোমালিয়া ওয়েব নিউজঃ জাতীয় শিক্ষানীতি-২০২০ অনুসারে প্রাথমিক স্তরে মাতৃভাষাভিত্তিক শিক্ষা বাস্তবায়নে জোর দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। গতকাল পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, শিশুদের নিজেদের মাতৃভাষায় পড়াশোনার সুযোগ দেওয়া অত্যন্ত জরুরি।
শিক্ষামন্ত্রী বলেন, “সভ্যতাকে আরও শক্তিশালী করতে প্রাথমিক শিক্ষা মাতৃভাষায় হওয়া নিশ্চিত করতে হবে। এতে শিশুদের শেখার আগ্রহ ও বোঝার ক্ষমতা বাড়বে।” তিনি আরও উল্লেখ করেন, জাতীয় শিক্ষানীতি-২০২০ এই দিকেই অগ্রসর হচ্ছে এবং কেন্দ্র সরকার তা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
বিশেষজ্ঞদের মতে, মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা শিশুদের মানসিক বিকাশ ও সাংস্কৃতিক শিকড়কে মজবুত করতে সাহায্য করে। সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি ভাষা ও সংস্কৃতি রক্ষায় বড় ভূমিকা রাখবে।

More Stories
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা
বিজয়া দশমী: অধর্মের পরাজয় ও ধর্মের জয় উদযাপন
মহা অষ্টমী : দেবী আরাধনার সর্বোচ্চ শিখর