সোমালিয়া ওয়েব নিউজঃ ১৯৪৭ সালের দেশভাগের স্মৃতি আজও বেদনাময়। দেশ বিভাজনের ফলে লক্ষ লক্ষ মানুষ রাতারাতি গৃহহারা হয়ে হারিয়েছিলেন জন্মভূমি, শিকড় ও প্রিয়জনদের। অমানবিক নির্যাতন, গণহত্যা, লুঠতরাজ ও নারকীয় অত্যাচারের মধ্যেও তাঁরা বেঁচে থাকার জন্য লড়াই চালিয়ে গেছেন। তাঁদের সেই ত্যাগ ও বেদনার প্রতি শ্রদ্ধা জানাতে আজ আরামবাগে পালিত হলো বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানীয় জেলা সভাপতি সুশান্ত কুমার বেরা, আরামবাগের বিধায়ক মধুসূদন বাগসহ দলীয় কার্যকর্তা ও কর্মীবৃন্দ। ত্রিবর্ণে রঞ্জিত জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন, এটি প্রতিটি ভারতবাসীর গৌরব ও স্বভিমান।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে সাড়া দিয়ে সারা দেশে চলছে “হর ঘর তিরঙ্গা” কার্যক্রম। তার অংশ হিসেবে আরামবাগ শহরের বাসিন্দাদের হাতে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা তুলে দেন পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির আইটি ইনচার্জ জয় মল্লিক ও জেলা সভাপতি সুশান্ত কুমার বেরা।
এই দিবস উপলক্ষে বক্তারা দেশভাগের করুণ স্মৃতি থেকে শিক্ষা নিয়ে ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে দৃঢ় করার আহ্বান জানান।

More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি