October 5, 2025

আরামবাগে বিজেপি আইটি ডিপার্টমেন্টের বিশেষ সাংগঠনিক বৈঠক

সোমালিয়া ওয়েব নিউজঃ আজ আরামবাগ সাংগঠনিক জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হলো ভারতীয় জনতা পার্টির আইটি ডিপার্টমেন্টের বিশেষ সাংগঠনিক বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির আইটি ইনচার্জ জয় মল্লিক, জেলা সভাপতি সুশান্ত কুমার বেরা সহ জেলার সমস্ত আইটি কার্যকর্তা।

বৈঠকে দলের ডিজিটাল প্রচার কৌশল, সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়তা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। নেতৃত্বরা কর্মীদের উদ্দেশ্যে ডিজিটাল প্ল্যাটফর্মে তথ্য প্রচারের ক্ষেত্রে সঠিক ও ইতিবাচক বার্তা ছড়ানোর আহ্বান জানান।

বৈঠকের শেষে দলীয় কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং আগামী দিনে সংগঠনকে আরও গতিশীল করে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

Loading