সোমালিয়া ওয়েব নিউজঃ কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, পিএম-বিকাশ প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত শিখ যুবকরা আগামীকাল লাল কেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছেন। আজ রাজধানীতে তাঁদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, এই যুবকরা দেশের বিভিন্ন চাকরিক্ষেত্রের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে দক্ষতা অর্জন করছে। প্রথমবারের মতো সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক এই যুবকদের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাঠাচ্ছে বলে তিনি সন্তোষ প্রকাশ করেন।
অনুষ্ঠানে শ্রী রিজিজু দিল্লি শিখ গুরু দ্বারা ব্যবস্থাপনা সংক্রান্ত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, তাঁদের উদ্যোগে ইতিমধ্যেই ৩১ হাজারেরও বেশি যুবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যা দেশের দক্ষ জনশক্তি গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।

More Stories
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা
বিজয়া দশমী: অধর্মের পরাজয় ও ধর্মের জয় উদযাপন
মহা অষ্টমী : দেবী আরাধনার সর্বোচ্চ শিখর