সোমালিয়া ওয়েব নিউজঃআজ বাংলা সাহিত্যের বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মদিবস। ১৯২৬ সালের ১৫ আগস্ট কলকাতায় জন্ম নেওয়া এই প্রতিভাবান কবি অল্প বয়সেই তাঁর তীক্ষ্ণ কলমে সমাজের বঞ্চিত ও শোষিত মানুষের স্বপ্ন ও সংগ্রামের কথা তুলে ধরেন। মাত্র ২১ বছর বয়সে মৃত্যুবরণ করলেও তাঁর লেখা ছাড়পত্র, ঘুম নেই, মিঠেকড়া প্রভৃতি কাব্যগ্রন্থ বাংলা কবিতাকে সমৃদ্ধ করেছে।
তাঁর জন্মদিবসে আজ বিভিন্ন সাহিত্যিক, সাংস্কৃতিক সংগঠন ও পাঠক মহল শ্রদ্ধা নিবেদন করেছেন। কবিতার মাধ্যমে সমাজ বদলের যে স্বপ্ন তিনি দেখিয়েছিলেন, তা এখনও সমান প্রাসঙ্গিক।

![]()

More Stories
পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের ডাক ব্রিগেডে, রাজ্যপালকে আমন্ত্রণ সনাতন সংস্কৃতি সংসদের
বিধানসভা নির্বাচনের আগে ইভিএম–ভিভিপ্যাটের এফএলসি শুরু রাজ্যে, চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত
হাতুড়ে ডাক্তারি বনাম পাশ করা ডাক্তার—অরাজকতার জঞ্জালে বাংলার স্বাস্থ্যব্যবস্থা