সোমালিয়া ওয়েব নিউজঃ আজ ঋষি অরবিন্দের জন্মজয়ন্তী। ১৮৭২ সালের ১৫ আগস্ট কলকাতায় জন্মগ্রহণ করেন এই মহান দার্শনিক, কবি, বিপ্লবী ও যোগী। অরবিন্দ ঘোষ নামে পরিচিত এই মহাপুরুষ প্রথম জীবনে ছিলেন স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা। পরে রাজনৈতিক জীবন থেকে সরে গিয়ে তিনি আধ্যাত্মিক সাধনায় মনোনিবেশ করেন এবং পন্ডিচেরিতে প্রতিষ্ঠা করেন শ্রীঅরবিন্দ আশ্রম।
তাঁর দর্শন ও রচনায় স্বাধীনতার ধারণা যেমন গভীরভাবে প্রতিফলিত হয়েছে, তেমনি মানুষের অন্তর্দৃষ্টি ও চেতনার বিকাশের আহ্বানও বারবার উচ্চারিত হয়েছে। জন্মজয়ন্তী উপলক্ষে দেশজুড়ে ও পন্ডিচেরির শ্রীঅরবিন্দ আশ্রমে বিভিন্ন অনুষ্ঠান, আলোচনা ও প্রার্থনার আয়োজন হয়েছে।

![]()

More Stories
‘ইতিহাস বইয়ে আকবর-ঔরঙ্গজেব, দেশের আসল নায়করাই ব্রাত্য’, সিলেবাস বদলের দাবি অক্ষয়ের?
বঙ্গোপসাগরের আকাশে ১৪,০০০ কিমি নো–ফ্লাই জোন ঘোষণায় ভারতের নিরাপত্তা কৌশলে নতুন অধ্যায়
বিহারে মাতৃদুগ্ধে ইউরেনিয়াম—চমকে দিল গবেষণাবিশেষজ্ঞদের সতর্কতা: দূষণ পৌঁছে গেছে বিপজ্জনক পর্যায়ে