সোমালিয়া ওয়েব নিউজঃ আজ পালিত হচ্ছে লোকনাথ ব্রহ্মচারীর জয়ন্তী। আঠারো শতকের এই মহাপুরুষ ভক্তদের কাছে পরিচিত ‘বাবা লোকনাথ’ নামে। ১৭৩০ সালের ৩১ আগস্ট (বাংলা ভাদ্র মাসের অষ্টমী তিথি) তিনি নারায়ণগঞ্জ জেলার বরদী গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর জীবন দর্শন ছিল সন্ন্যাস, ভক্তি, মানবসেবা ও সত্যনিষ্ঠার ওপর প্রতিষ্ঠিত।
লোকনাথ ব্রহ্মচারী সারা জীবন আধ্যাত্মিক সাধনায় ব্রতী ছিলেন। তিনি প্রায় ৫০ বছর হিমালয়ে কঠোর তপস্যা করেন এবং পরে গাজীপুরের বরদী গ্রামে বসবাস শুরু করেন। স্থানীয় মানুষ তাঁকে জীবন্ত সাধক ও পরম দয়াময় গুরু হিসেবে পূজা করতে শুরু করেন। তাঁর এক বাণী আজও ভক্তমহলে অমর—
“যখনই ডাকবে, আমি তখনই আসব।”
লোকনাথ জয়ন্তীতে বরদী মন্দিরসহ কলকাতা, হাওড়া ও বাংলাদেশের নানা স্থানে বিশেষ পূজা, হোমযজ্ঞ, নামসংকীর্তন, ভজন ও দানধ্যানের আয়োজন হয়। ভক্তরা উপবাস পালন করে মহাপ্রভুর আশীর্বাদ কামনা করেন।
শত শত বছর পেরিয়েও লোকনাথ ব্রহ্মচারীর উপদেশ ভক্তদের জীবনে আলোকবর্তিকা হয়ে আছে। তাঁর জয়ন্তী স্মরণ করায় আধ্যাত্মিক শক্তি, সহিষ্ণুতা ও মানবসেবার গুরুত্ব।
আজকের দিনে ভক্তরা প্রার্থনা করেন—
“বাবা লোকনাথ, তুমি সকলের দুঃখ দূর করো, শান্তির পথ দেখাও।”

More Stories
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা
বিজয়া দশমী: অধর্মের পরাজয় ও ধর্মের জয় উদযাপন
মহা অষ্টমী : দেবী আরাধনার সর্বোচ্চ শিখর