সোমালিয়া ওয়েব নিউজঃআজ রাজ্যজুড়ে পালিত হচ্ছে ‘খেলা হবে দিবস’। ২০২১ সালের আগস্ট মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিনটিকে স্মরণীয় করে তুলতে ‘খেলা হবে দিবস’ পালনের ঘোষণা করেছিলেন। রাজনৈতিক স্লোগান হিসেবে জন্ম নেওয়া “খেলা হবে” পরে সাধারণ মানুষের উৎসবের আবহে রূপ নেয়।
এই দিনে বিভিন্ন জায়গায় ফুটবল ম্যাচ, খেলাধুলা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, দৌড় প্রতিযোগিতা এবং স্থানীয় স্তরে ক্রীড়া সরঞ্জাম বিতরণ করা হয়। শিশু থেকে প্রবীণ—সব বয়সের মানুষ এতে অংশ নেন। উদ্দেশ্য হলো খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে সুস্থ, সক্রিয় ও ঐক্যবদ্ধ করে তোলা।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, খেলা শুধু বিনোদন নয়, সামাজিক সম্প্রীতি ও শৃঙ্খলার প্রতীক। ‘খেলা হবে দিবস’ সেই বার্তাকেই নতুন মাত্রা দেয়। সরকারি উদ্যোগে এদিন বিভিন্ন ক্রীড়া সামগ্রী স্কুল, ক্লাব ও সংগঠনগুলির হাতে তুলে দেওয়া হয়, যাতে গ্রামীণ ও শহুরে স্তরে খেলাধুলার পরিকাঠামো আরও মজবুত হয়।

More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক