সোমালিয়া ওয়েব নিউজঃ পশ্চিমবঙ্গে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে তিন মাসেরও বেশি সময় আগে। অথচ এখনও পর্যন্ত সরকারি কলেজগুলিতে উচ্চশিক্ষায় ভর্তির প্রক্রিয়া চালু হয়নি। পাশাপাশি, জয়েন্ট এন্ট্রান্সের ফলও প্রকাশিত হয়নি, যেখানে দেশের অন্যান্য রাজ্যে ইতিমধ্যেই ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে ক্লাস শুরু হয়ে গিয়েছে। বিজেপির অভিযোগ, স্বাধীনতার পর এ ধরনের নজির এই প্রথম তৈরি হয়েছে।
দলীয় সূত্রে খবর, এর ফলে উচ্চমাধ্যমিকে কৃতকার্য প্রায় পাঁচ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। বিজেপির অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের রাজনীতি এবং তোষণনীতির জন্য জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশে বিলম্ব করছেন। অভিযোগ তোলা হয়েছে, জাতীয় ওবিসি তালিকার বাইরে থাকা ৭৬টি মুসলিম সম্প্রদায়কে অবৈধভাবে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিয়েছেন মুখ্যমন্ত্রী, যাতে তারা সংরক্ষণের সুবিধা ভোগ করতে পারেন।
তাদের আরও অভিযোগ, সরকারি কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া ইচ্ছাকৃতভাবে বন্ধ রাখা হচ্ছে, যাতে বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি কোটি কোটি টাকার ব্যবসা করতে পারে। এর মাধ্যমে রাজ্যের শিক্ষাব্যবস্থাকে বেসরকারিকরণের পথে নিয়ে যাওয়া হচ্ছে।
এই পরিস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিজেপি পরিষদীয় দলের ১৫ জনের একটি প্রতিনিধি দল সোমবার রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে। প্রতিনিধি দল মহামান্য রাজ্যপালকে একটি ডেপুটেশন তুলে দিয়ে অবিলম্বে হস্তক্ষেপের দাবি জানায়।
বিজেপির দাবি, আগামী প্রজন্মের ভবিষ্যৎ ধ্বংসের হাত থেকে বাঁচাতে রাজ্যপাল যেন দ্রুত কার্যকর ব্যবস্থা নেন।

More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক