সোমালিয়া ওয়েব নিউজঃ পশ্চিমবঙ্গে বহু আলোচিত ১০০ দিনের কাজ প্রকল্প ফের চালু করার কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানাল কেন্দ্রীয় সরকার। প্রকল্প নিয়ে রাজ্যে যে দুর্নীতির অভিযোগ রয়েছে তা কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে, তাতে তাদের বক্তব্য যথাযথভাবে শোনা হয়নি, এই কারণেই কেন্দ্র সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে।
গত ১লা আগস্ট কলকাতা হাইকোর্ট রায় দেয়, পশ্চিমবঙ্গে MGNREGA বা ১০০ দিনের কাজ প্রকল্প অবিলম্বে চালু করতে হবে। সেইসঙ্গে কেন্দ্রীয় সরকারকে এই প্রকল্পে অর্থ বরাদ্দ করার নির্দেশও দেওয়া হয়। হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল, কেন্দ্র ও রাজ্যের টানাপোড়েনের জেরে সাধারণ শ্রমিকরা কাজ থেকে বঞ্চিত হচ্ছেন, যা তাদের সাংবিধানিক অধিকারের পরিপন্থী।
কেন্দ্রের দাবি, পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ প্রকল্পে ব্যাপক দুর্নীতি, ভুয়ো জব কার্ড এবং মিসঅ্যালোকেশন হয়েছে। এই অনিয়মের প্রমাণ হিসেবে কেন্দ্র বহু রিপোর্ট এবং অডিটের কপি জমা দিয়েছে। কেন্দ্রের মতে, দুর্নীতি নিয়ে তদন্ত না করে প্রকল্প ফের চালুর নির্দেশ দেওয়া ন্যায়সঙ্গত হয়নি।
আইন মন্ত্রক সূত্রে খবর, চলতি সপ্তাহেই সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হতে পারে। শীর্ষ আদালত অন্তর্বর্তী স্থগিতাদেশ দেবে কি না, তা এখন নজর কাড়ছে। যদি স্থগিতাদেশ মেলে, তবে রাজ্যে প্রকল্প চালু নিয়ে অনিশ্চয়তা থেকে যাবে। আর যদি সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় বহাল রাখে, তবে কেন্দ্রকে অবিলম্বে প্রকল্পে অর্থ বরাদ্দ করতে হবে।
- তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে, কেন্দ্র রাজনৈতিক কারণে বাংলার গরিব মানুষদের কাজ থেকে বঞ্চিত করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই একাধিকবার অভিযোগ করেছেন, কেন্দ্র রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখেছে।
- বিজেপি, অন্যদিকে, বলছে তৃণমূল কংগ্রেস সরকার দুর্নীতি ঢাকতেই চাপ সৃষ্টি করছে। বিজেপি নেতৃত্বের দাবি, প্রকল্পে ভুয়ো নাম অন্তর্ভুক্ত করা হয়েছে এবং টাকা লুটপাট হয়েছে।
এই টানাপোড়েনের জেরে রাজ্যের লক্ষ লক্ষ গ্রামীণ শ্রমিক বর্তমানে কাজহীন। প্রকল্প চালু হবে কি না, আর কবে থেকে চালু হবে, তা এখন নির্ভর করছে সুপ্রিম কোর্টের রায়ের উপর।

More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক