October 5, 2025

দুর্গাপুজো কমিটিকে অনুদান: মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ফের মামলা হাইকোর্টে

সোমালিয়া ওয়েব নিউজঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গাপুজো কমিটিগুলিকে সরকারি অনুদান দেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে ফের মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে।

সৌরভ দত্ত নামে এক ব্যক্তি এই মামলাটি দায়ের করেছেন। আজ তাঁর পক্ষের আইনজীবী শামীম আহমেদ বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস-এর ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আবেদন জানান। আদালত সূত্রে খবর, চলতি সপ্তাহেই মামলার শুনানি হতে পারে।

২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী দুর্গাপুজো কমিটিগুলিকে রাজ্য সরকারের তরফে আর্থিক অনুদান দিয়ে আসছেন। প্রথমদিকে প্রতিটি কমিটিকে অনুদান দেওয়া হলেও, ধীরে ধীরে সেই পরিমাণ বাড়তে বাড়তে বর্তমানে ১ লক্ষ ১ ০ হাজার টাকায় পৌঁছেছে।

এ নিয়ে আগে একাধিকবার হাইকোর্টে মামলা হয়েছে। বিরোধীদের অভিযোগ, সরকারি কোষাগারের অর্থ উৎসবের জন্য ব্যবহার করা সংবিধানসম্মত নয় এবং এর মাধ্যমে ভোট রাজনীতি চালানো হচ্ছে। তবে সরকারের দাবি, দুর্গাপুজো রাজ্যের অন্যতম বড় উৎসব, যা পর্যটন ও অর্থনীতির বড় চালিকাশক্তি। তাই আর্থিক সহায়তা দেওয়া যুক্তিযুক্ত। বিজেপি দীর্ঘদিন ধরেই এই অনুদানের বিরোধিতা করে আসছে। তাদের অভিযোগ, সরকারি তহবিল ব্যবহার করে তৃণমূল ভোটারদের খুশি করতে চাইছে। কংগ্রেস অবশ্য পাল্টা যুক্তি দিয়ে বলছে, রাজ্যের অর্থনীতি ও সংস্কৃতিকে এগিয়ে নিতে এই অনুদান সহায়ক, এবং সাধারণ মানুষের দাবি মেনে সরকার এই উদ্যোগ নিয়েছে।

চলতি সপ্তাহে মামলার শুনানি হলে আদালত কী রায় দেয়, তা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। হাইকোর্ট যদি অনুদানকে অবৈধ ঘোষণা করে, তবে রাজ্য সরকারের জন্য তা বড় ধাক্কা হবে। অন্যদিকে, আদালত যদি সরকারের যুক্তি মেনে নেয়, তবে বিরোধীদের আন্দোলনকেও তা দুর্বল করে দিতে পারে।

Loading