October 5, 2025

সারা দেশে জাতীয় মহাকাশ দিবস উদযাপন: ভারত গড়ছে নিজস্ব স্পেস স্টেশন

সোমালিয়া ওয়েব নিউজঃ আজ সারা দেশে পালিত হচ্ছে জাতীয় মহাকাশ দিবস। দেশের বিভিন্ন প্রান্তে বিজ্ঞানচর্চা ও মহাকাশ গবেষণাকে জনপ্রিয় করতে নানা অনুষ্ঠান আয়োজিত হলেও মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর ভারত মণ্ডপমে, যার আয়োজন করেছে ইসরো (ISRO)

গতকালই ইসরো এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে—ভারতের প্রথম স্পেস স্টেশনের প্রোটোটাইপ মডিউল উন্মোচন করা হয়েছে। এর ফলে রাশিয়া, আমেরিকা এবং চীনের পর ভারত হতে চলেছে বিশ্বের চতুর্থ দেশ, যারা নিজেদের মহাকাশ স্টেশন তৈরি করছে।

বিজ্ঞান মহলের মতে, এই প্রকল্প সফল হলে ভারতের মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। চন্দ্রযান, মঙ্গলযান থেকে শুরু করে আদিত্য-এল১—গত কয়েক বছরে একের পর এক সাফল্যে ভারত মহাকাশ বিজ্ঞানে বিশ্বে নতুন দিশা দেখাচ্ছে। এবার স্পেস স্টেশন তৈরির উদ্যোগ সেই সাফল্যকে আরও উজ্জ্বল করবে।

জাতীয় মহাকাশ দিবসে আজ দেশ জুড়ে বিজ্ঞানী সমাজ, গবেষক ও সাধারণ মানুষ ইসরোর এই সাফল্যকে গর্বের সঙ্গে স্মরণ করছে। বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েক বছরের মধ্যেই ভারতীয় মহাকাশ স্টেশন বাস্তবায়িত হলে তা হবে ভারতের আত্মনির্ভরতার এক মাইলফলক।

Loading