October 5, 2025

শহীদ বিপ্লবী শিবরাম রাজগুরু’র জন্মদিবস উপলক্ষে প্রতিবেদন

সোমালিয়া ওয়েব নিউজঃ আজ ভারতবর্ষ স্মরণ করছে এক মহান বিপ্লবীকে—শহীদ শিবরাম রাজগুরু। ১৯০৮ সালের ২৪ আগস্ট মহারাষ্ট্রের পুনে জেলার খেড গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তিনি। অল্প বয়স থেকেই দেশমাতৃকার প্রতি অসীম ভালোবাসা ও স্বাধীনতার জন্য আত্মত্যাগের মানসিকতা তাঁকে অন্যদের থেকে আলাদা করে তোলে।

রাজগুরু ছিলেন ভগত সিং ও সুখদেবের সহযোদ্ধা। তাঁদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রাম চালান। লাহোর ষড়যন্ত্র মামলায় দোষী সাব্যস্ত হয়ে তিন বিপ্লবীকে একইসঙ্গে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ১৯৩১ সালের ২৩ মার্চ লাহোর সেন্ট্রাল জেলে ফাঁসির মঞ্চে হেসে হেসে শহিদ হন তাঁরা। ইতিহাসে সে দিনটিকে “শহিদ দিবস” হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আজকের দিনে রাজগুরুর বীরত্ব, দেশপ্রেম ও আত্মত্যাগের কথা স্মরণ করে তাঁকে শ্রদ্ধা জানাচ্ছে সমগ্র দেশ। তাঁর জীবনের আদর্শ তরুণ প্রজন্মকে অনুপ্রেরণা জোগায়—দেশের জন্য নিঃস্বার্থ সংগ্রাম, অন্যায়ের বিরুদ্ধে লড়াই ও দেশপ্রেমে আত্মনিবেদনই তাঁর বার্তা।

Loading