সোমালিয়া ওয়েব নিউজঃ রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এবার মহানগরীতে শুরু হতে চলেছে স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি ‘পিঙ্ক করিডোর’ বা ‘গোলাপী রাস্তা’। গতকাল কলকাতা পুরসভায় মাসিক অধিবেশনে এই ঘোষণা করেন চেয়ারপার্সন মালা রায়।
তিনি জানান, আশাকর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার পর তাঁরা শহরের প্রতিটি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেবেন। স্তন ক্যান্সারের ঝুঁকি, প্রাথমিক লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করাই হবে মূল লক্ষ্য।
এই কর্মসূচির তত্ত্বাবধানে রয়েছেন খ্যাতনামা স্তন ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ দীপ্তেন্দ্র সরকার। তিনি উদ্বেগজনক পরিসংখ্যান তুলে ধরে বলেন, বর্তমানে বিশ্বে প্রতি আটজন মহিলার মধ্যে একজন স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। সাম্প্রতিক এক গবেষণা অনুসারে প্রতিবছর ছ’লক্ষ নতুন রোগী শনাক্ত হচ্ছেন, যা পূর্বের তুলনায় অনেকটাই বেশি। দ্রুত রোগ শনাক্তকরণ এবং চিকিৎসার জন্য ‘পিঙ্ক করিডোর’ কর্মসূচি অত্যন্ত কার্যকর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ডাঃ সরকার আরও জানান, আগামী অক্টোবর মাস থেকেই আশাকর্মীদের প্রশিক্ষণ শুরু হবে। পাশাপাশি একটি বিশেষ মোবাইল অ্যাপ চালু করা হবে, যার মাধ্যমে রোগী শনাক্ত হওয়ার পর থেকে চিকিৎসার সম্পূর্ণ প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
স্বাস্থ্য দপ্তরের মতে, কলকাতায় এই কর্মসূচি কার্যকর হলে তা ধাপে ধাপে সারা রাজ্যে চালু করা হবে। চিকিৎসক মহল ও সামাজিক সংগঠনগুলি উদ্যোগটিকে স্বাগত জানিয়েছে।

More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক