সোমালিয়া ওয়েব নিউজঃ বাংলা চলচ্চিত্র জগতের এক সোনালি অধ্যায় আজ পরিসমাপ্তি পেল। নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেতা জয় ব্যানার্জি আজ সকালে বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।
চিকিৎসক সূত্রে খবর, গত কয়েক মাস ধরেই তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। অবশেষে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে শেষরক্ষা হল না।
১৯৮২ সালে বিদেশ সরকার পরিচালিত নিমালুর বনবাস ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় জয় ব্যানার্জির। এরপর নব্যেন্দু চট্টোপাধ্যায়ের চপার ছবিতে তাঁর অভিনয় প্রশংসা কুড়োয়। নব্বইয়ের দশকে তিনি হয়ে ওঠেন বাংলা বাণিজ্যিক সিনেমার অন্যতম পরিচিত মুখ। রোমান্টিক নায়ক হিসেবে দর্শকদের মনে দাগ কেটে গিয়েছিলেন তিনি।
টলিপাড়ার অনেক জনপ্রিয় নায়িকার সঙ্গেই জুটি বেঁধে কাজ করেছেন তিনি। তাঁর সহজ-সরল অভিনয়, মাধুর্যময় উপস্থিতি এবং আবেগঘন সংলাপপাঠ তাঁকে দর্শকদের কাছে দ্রুত জনপ্রিয় করে তোলে। বাংলা সিনেমার সোনালি যুগে তিনি বাণিজ্যিক ছবির নির্ভরযোগ্য নায়ক হয়ে উঠেছিলেন।
অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও পদার্পণ করেছিলেন জয় ব্যানার্জি। তবে সাধারণ মানুষের মনে তিনি আজও রয়ে গেছেন পর্দার অভিনেতা হিসেবেই।
অভিনেতার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। সহকর্মী থেকে শুরু করে প্রযোজক-পরিচালক—সবাই তাঁকে স্মরণ করছেন। এক সহঅভিনেত্রী বলেন, “জয়ের মতো সহঅভিনেতা খুব কম পাওয়া যায়। তিনি শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও ছিলেন ভীষণ আপনজন।”

More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক