October 5, 2025

চাঁপাদানির সুভাষ নগর আবাসনে গণপতি পূজায় ভিড়, দিলীপ ঘোষ ও বিমান ঘোষের উপস্থিতি ঘিরে বিতর্ক

সোমালিয়া ওয়েব নিউজঃ হুগলি জেলার চাঁপাদানি বিধানসভার রিসড়ার সুভাষ নগর আবাসনে ধুমধাম করে পালিত হচ্ছে গণপতি বাবার পূজা। আবাসনের বাসিন্দারা মিলিতভাবে এই পূজার আয়োজন করেছেন। পূজায় ভক্তদের ভিড় যেমন উপচে পড়ছে, তেমনি সাংগঠনিকভাবেও জমায়েত ছিল চোখে পড়ার মতো। হুগলি, আরামবাগ এবং শ্রীরামপুর বিজেপি সাংগঠনিক জেলা এলাকার একাধিক কার্যকর্তা এদিন উপস্থিত ছিলেন।

গত কয়েকদিনের টানা বৃষ্টির পর পূজা নিয়ে সংশয় দেখা দিলেও আজ থেকে আকাশ একেবারে ঝলমলে। ফলে পূজাকে ঘিরে মানুষের আনন্দ-উচ্ছ্বাস আরও বেড়েছে। চারপাশে ঢাকের শব্দ, আলো আর ভক্তিমূলক সঙ্গীতে উৎসবমুখর পরিবেশ।

তবে পূজার আবহে রাজনৈতিক বিতর্ক যুক্ত হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং আরামবাগ লোকসভার পড়শুড়ার বিধায়ক বিমান ঘোষ। তাদের একসঙ্গে মণ্ডপে আসা ও বসা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন ও বিতর্ক। যদিও স্থানীয়রা জানিয়েছেন, পূজা সবার, মিলনমেলার আবহই প্রধান।

উৎসবের আবহ বজায় থাকলেও রাজনৈতিক মহলে এখন প্রশ্ন উঠছে—দুই নেতার একসঙ্গে উপস্থিতি নিছক সৌজন্য, নাকি এর পেছনে অন্য কোনও ইঙ্গিত রয়েছে।

Loading