October 5, 2025

বিধাননগরে সিদ্ধিদাতা গণেশ পূজা ও মেলার সূচনা করলেন ফিরহাদ হাকিম

সোমালিয়া ওয়েব নিউজঃ আগামীকাল গণেশ চতুর্থী। তার আগেই আজ পূর্ব কলকাতার বিধান নগর সেক্টর টু-এ এক স্বেচ্ছাসেবী সংস্থা আয়োজিত সিদ্ধিদাতা গণেশ পূজা ও মেলার আনুষ্ঠানিক সূচনা হল। উদ্বোধন করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।

অনুষ্ঠানের শুরুতেই পূজার্চনার মধ্য দিয়ে ভক্তদের উদ্দেশ্যে দ্বার খোলা হয় মণ্ডপের। উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন ক্লাব কর্মকর্তারা ছাড়াও এলাকার বিশিষ্ট জনেরা। স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

মেয়র ফিরহাদ হাকিম এদিন বলেন, “গণেশ পূজা এখন শুধু একটি ধর্মীয় আচার নয়, বরং মানুষের মিলনমেলা। এর মাধ্যমে সমাজে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা পৌঁছায়।”

পাশাপাশি মেলাতেও নানা আয়োজন থাকছে—সাংস্কৃতিক অনুষ্ঠান, স্থানীয় শিল্পীদের পরিবেশনা, হস্তশিল্পের স্টল এবং খাদ্যের সম্ভার। পূজা উপলক্ষে এলাকাজুড়ে আলোকসজ্জায় সেজে উঠেছে চারদিক।

স্থানীয় বাসিন্দাদের আশা, আগামী কয়েকদিন ধরে এই পূজা ও মেলায় মানুষের ভিড় উপচে পড়বে এবং উৎসবের আবহ আরও জমজমাট হয়ে উঠবে।

Loading