সোমালিয়া ওয়েব নিউজঃ ভারতের প্রাণী সর্বেক্ষণ সংস্থা (ZSI) পশ্চিমবঙ্গে কোলেম্বোলার দুটি নতুন প্রজাতি আবিষ্কারের খবর জানাল। কোলেম্বোলা হল মাটিতে বসবাসকারী ক্ষুদ্র সন্ধিপদী প্রাণী, যাদের ভূমিকা মাটির স্বাস্থ্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ আবিষ্কার পশ্চিমবঙ্গের জীববৈচিত্র্যকে আরও গভীরভাবে বোঝার ক্ষেত্রে এক উল্লেখযোগ্য পদক্ষেপ।
নতুন দুটি প্রজাতির নাম রাখা হয়েছে —
🔹 Salina aurantiamaculata : এর গায়ে থাকা উজ্জ্বল কমলা রঙের দাগের জন্য এ নামকরণ।
🔹 Salina pseudomontana : এটির শারীরিক গঠন Salina montana প্রজাতির সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় এ নাম দেওয়া হয়েছে।
গবেষণার কাজটি সম্পন্ন করেছে ZSI-এর অ্যাপটেরিগোটা (Apterygota) শাখার বিজ্ঞানী দল, যার নেতৃত্বে ছিলেন ডঃ গুরুপদ মণ্ডল। তাঁর সঙ্গে ছিলেন শ্রীমতী পৃথা মণ্ডল এবং ডঃ সুরজিৎ কর। গবেষণার ফলাফল আন্তর্জাতিক শ্রেণীবিন্যাস বিষয়ক সাময়িকী Zootaxa-তে প্রকাশিত হয়েছে ১৪ আগস্ট, ২০২৫ তারিখে।
ZSI-এর নির্দেশক ডঃ ধৃতি ব্যানার্জি এই আবিষ্কারকে অভিনন্দন জানিয়ে বলেন, “কোলেম্বোলা মাটির স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরা উপরিভাগের মাটির গঠন, পুষ্টি উপাদানের পুনর্ব্যবহার এবং জৈব পদার্থের পচন প্রক্রিয়ায় মুখ্য ভূমিকা পালন করে। এদের অবদান প্রায়ই উপেক্ষিত হয়, কিন্তু পরিবেশগত স্বাস্থ্য পর্যবেক্ষণ ও রক্ষণাবেক্ষণে তাদের গুরুত্ব অপরিহার্য।”
বিজ্ঞানীমহলের মতে, এই আবিষ্কার শুধু পশ্চিমবঙ্গের জীববৈচিত্র্য গবেষণায় নতুন দিশা খুলে দেবে তাই নয়, ভবিষ্যতে মাটির গুণগত মান ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় কোলেম্বোলার ভূমিকা নিয়ে আরও বিস্তৃত গবেষণার পথও প্রশস্ত করবে।

More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক