সোমালিয়া ওয়েব নিউজঃ মেট্রোর ভূগর্ভস্থ টানেলের মধ্যে যেকোনও জরুরি পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দ্রুত সাড়া দেওয়ার লক্ষ্যে কলকাতা মেট্রো রেলে চালু হল অত্যাধুনিক TETRA (Terrestrial Trunked Radio) Communication System।
গতকাল বরানগর স্টেশনে সিনিয়র আধিকারিকদের উপস্থিতিতে কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি. উদয় কুমার রেড্ডি আনুষ্ঠানিকভাবে এই ব্যবস্থা উদ্বোধন করেন।
প্রথম ধাপে এই পরিষেবা চালু হয়েছে—
- ব্লু লাইন: বেলগাছিয়া থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত ভূগর্ভস্থ অংশে
- ইয়েলো লাইন: সম্পূর্ণ ভূগর্ভস্থ টানেলে
এই প্রযুক্তির মাধ্যমে টানেলের গভীরেও ট্রেন অপারেটর, স্টেশন কন্ট্রোলার ও Operations Control Centre (OCC)-র মধ্যে নিরাপদ, নিরবিচ্ছিন্ন ও রিয়েল টাইম যোগাযোগ সম্ভব হবে। এর ফলে জরুরি পরিস্থিতিতে সমন্বয় সহজ হবে এবং ট্রেন চলাচলের সময় অপারেশনাল সুরক্ষা আরও মজবুত হবে।
শুধু তাই নয়, ব্লু, ইয়েলো, পার্পল ও অরেঞ্জ লাইন–এর TETRA সিস্টেমগুলিকে একীভূত করে একটি সমন্বিত যোগাযোগ প্ল্যাটফর্মে রূপান্তরিত করা হয়েছে।
জেনারেল ম্যানেজার পি. উদয় কুমার রেড্ডি বলেন—
“মেট্রোর ব্লু ও ইয়েলো লাইনের বৃহৎ অংশ ভূগর্ভস্থ টানেলে চলে। সেখানে নিরবিচ্ছিন্ন ও নিরাপদ যোগাযোগ অত্যন্ত জরুরি। উন্নত TETRA সিস্টেমের কমিশনিং ও ইন্টিগ্রেশন কলকাতা মেট্রোর এক বড় প্রযুক্তিগত মাইলফলক।”

More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক