October 5, 2025

SSC দুর্নীতি মামলা: সাত দিনের মধ্যে “অযোগ্য” তালিকা প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের

সোমালিয়া ওয়েব নিউজঃ স্কুল সার্ভিস কমিশন (SSC) নিয়োগ সংক্রান্ত মামলায় বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আগামী সাত দিনের মধ্যে কমিশনকে চিহ্নিত “অযোগ্য” প্রার্থীদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছেন বিচারপতি সঞ্জয় কুমারবিচারপতি সতীশ চন্দ্র শর্মা-র ডিভিশন বেঞ্চ।

শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দেয়, “যাতে কোনও অযোগ্য প্রার্থী আগামী ৭ই সেপ্টেম্বর নির্ধারিত পরীক্ষায় বসতে না পারে, তা নিশ্চিত করতে হবে।” আদালত এ-ও জানিয়েছে, পরীক্ষার দিন পরিবর্তন করা হবে না

এই বিষয়ে শুনানিতে বিচারপতিরা রাজ্যের পক্ষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়-কে প্রশ্ন করেন, “কেন এখনো অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়নি?” আদালতের পর্যবেক্ষণ, সময়মতো তালিকা প্রকাশ না হলে মেধাবী ও যোগ্য প্রার্থীদের সঙ্গে অন্যায় হবে।

উল্লেখযোগ্য, দীর্ঘদিন ধরে SSC নিয়োগে দুর্নীতির অভিযোগে রাজ্যজুড়ে চলছে বিচারিক প্রক্রিয়া। আদালতের নির্দেশে এরই মধ্যে বহু প্রার্থীকে “অযোগ্য” বলে চিহ্নিত করা হয়েছে। এই প্রার্থীদের তালিকা প্রকাশের দায়িত্বে রয়েছে স্কুল সার্ভিস কমিশন।

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, আগামী ৭ই সেপ্টেম্বরের পরীক্ষায় কেউ যেন অবৈধভাবে সুযোগ না পায়, সেই দিকে কড়া নজর রাখতে হবে কমিশনকে। প্রয়োজনে ওই তালিকার ভিত্তিতে প্রবেশপত্র (admit card) বাতিল করারও কথা উঠতে পারে।

Loading