সোমালিয়া ওয়েব নিউজঃ গত রাতের প্রবল বৃষ্টির কারণে পাহাড়ে ধস নেমে সিকিমের সঙ্গে সংযোগকারী দশ নং জাতীয় সড়ক বন্ধ হয়ে গেছে। সেবক-বাগপুল এবং কালীঝোরা এলাকার মাঝামাঝি জায়গায় একের পর এক পাথর গড়িয়ে পড়ে, ফলে সড়কটি অবরুদ্ধ হয়ে যায়। এতে সিকিমগামী সমস্ত যানবাহন বিপরীত দিকের লাভা ও গরুবাথান পথ দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
আজ সকাল থেকেই ধস সরানোর কাজ শুরু হয়েছে। রাস্তা পরিষ্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তৎপরভাবে কাজ করছে। তবে, সড়কটি পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত সিকিমের সঙ্গে যোগাযোগ স্থগিত থাকতে পারে।
পাহাড়ি এলাকার এই ধরনের পরিস্থিতি বিশেষ করে বর্ষাকালে বাড়তি ঝুঁকি তৈরি করে। প্রশাসন জানিয়েছে, যাত্রীদের জন্য নিরাপদ বিকল্প পথ নিশ্চিত করা হচ্ছে এবং সড়ক পুনরুদ্ধারের কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে।

More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক