সোমালিয়া ওয়েব নিউজঃ আরামবাগে আজ এক বিশেষ রাজনৈতিক চিত্র দেখা গেল। আরামবাগ পৌর মন্ডলের উদ্যোগে আয়োজিত পরিবর্তন সংকল্প পদযাত্রাতে একসাথে হাজির হলেন আরামবাগের চার বিজেপি বিধায়ক। বহুদিন পর পায়ে পায়ে পদযাত্রায় এবং একই মঞ্চে তাঁদের দেখা মেলায় কর্মী-সমর্থকদের মধ্যে ছিল চোখে পড়ার মতো উচ্ছ্বাস।
মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আরামবাগের নেতাজি স্কয়ারে। সেখানে সমবেত জনতাকে উদ্দেশ্য করে চার বিধায়ক একসাথে বক্তব্য রাখেন। রাজনৈতিক মহলের মতে, আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করেই এই ঐক্যবদ্ধ বার্তা দেওয়ার চেষ্টা করছে বিজেপি।
যেখানে কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের নানা সভা-সমাবেশে একসাথে চার বিধায়ককে দেখা যায়নি, সেখানে আজকের পদযাত্রা ও সহমঞ্চে উপস্থিতি সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে।
সভায় উপস্থিত ছিলেন বিজেপির অন্যান্য নেতৃত্বও। মঞ্চ থেকে বারবারই শোনা যায় পরিবর্তনের ডাক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পদযাত্রা বিজেপির ঘরোয়া শক্তি প্রদর্শনের পাশাপাশি ২০২৬ বিধানসভা নির্বাচনের জন্য এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।


![]()

More Stories
বৈষম্যহীন সমাজ গঠনের লড়াই আজও প্রাসঙ্গিক — আরামবাগের সিপিআইএমের নেতা সমীর চক্রবর্তীর অভিজ্ঞতায় উঠে এল সংগঠনের বাস্তবতা
আধুনিক প্রযুক্তির যুগে পড়ুয়া সংকটে গোঘাটের লাইব্রেরিগুলি – পাঠক টানতে উদ্যোগের খোঁজে গ্রন্থাগারগুলি
কোলাহলের মাঝেই চলছে অখণ্ড হরিনাম— হুগলির বদনগঞ্জের কয়াপাট বাজারের মন্দিরে ৪৬ বছরের ঐতিহ্য