সোমালিয়া ওয়েব নিউজঃ গতকাল রাম গোপাল শর্মা ঝাড়খন্ডের দুমকা শতান আশ্রমের অন্তর্গত গুরুকুলামের মোট ৩৮ জন শিক্ষার্থী ভারত স্কাউটস অ্যান্ড গাইডসে দীক্ষিত হলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীরা স্কাউট ও গাইডের প্রতিজ্ঞা গ্রহণ করেন এবং তাঁদের আনুষ্ঠানিক প্রশিক্ষণ শুরু হয় সংগঠনের সরকারি স্কার্ফ পরিধানের মাধ্যমে।
এই সময় ছেলেদের দলটির নামকরণ করা হয় “নেতাজি সুভাষচন্দ্র বসু গ্রুপ”, আর মেয়েদের দলটির নাম দেওয়া হয় “রানি লক্ষ্মীবাই গ্রুপ”। দুই দলেরই শিক্ষার্থীরা এদিন দেশসেবার এবং আত্মনিবেদনের শপথ গ্রহণ করেন।
অনুষ্ঠানে ছেলেদের গ্রুপ লিডার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আচার্য শ্রী পার্থ মণ্ডল, এবং মেয়েদের গ্রুপ লিডার নিযুক্ত হন আচার্য স্মৃতি মীনু হেমব্রম।
শপথবাক্য পাঠ করান দুমকার ভারত স্কাউটস অ্যান্ড গাইডস-এর পক্ষ থেকে স্কাউটার অনুরাগ নন্দন এবং হরি মোহন দাস।
বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, সেবাবোধ ও দেশপ্রেম আরও সুদৃঢ় করবে।

More Stories
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা
বিজয়া দশমী: অধর্মের পরাজয় ও ধর্মের জয় উদযাপন
মহা অষ্টমী : দেবী আরাধনার সর্বোচ্চ শিখর