সোমালিয়া ওয়েব নিউজঃ উত্তরবঙ্গের ডুয়ার্সে ফের এক চা বাগান বন্ধ হয়ে যাওয়ায় উদ্বেগ বাড়ল শ্রমিক মহলে। জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চা বাগান-এর গেটে গতকাল সকালে কাজ করতে এসে শ্রমিকরা দেখতে পান বাগান কর্তৃপক্ষের জারি করা ‘বন্ধের নোটিশ’। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা।
বাগান মালিকপক্ষ নিরাপত্তাজনিত সমস্যার কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। তবে শ্রম দপ্তর সূত্রে খবর, বাগানের প্রায় ১৫ দিনের মজুরি এখনো বকেয়া রয়েছে। এর ফলে পুজোর মুখে এই চা বাগানের প্রায় এক হাজার চারশো শ্রমিক কর্মহীন হয়ে পড়লেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আচমকা বাগান বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিক পরিবারগুলির মধ্যে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। শ্রমিকদের বক্তব্য, “যদি নিরাপত্তার সমস্যা থাকে, তার সমাধান করার দায়িত্ব মালিকপক্ষের। কিন্তু বাগান বন্ধ করে দেওয়া সমাধান নয়।”
শ্রম দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং শ্রমিকদের পাওনা মজুরি কীভাবে আদায় করা যায় তা নিয়েও উদ্যোগ নেওয়া হবে। ডুয়ার্স অঞ্চলে চা বাগান বন্ধ হওয়ার ঘটনা নতুন নয়, তবে পুজোর আগে এমন পরিস্থিতি শ্রমিক সমাজকে আরও চাপে ফেলল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক