সোমালিয়া ওয়েব নিউজঃ ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানের কাবুলে ভারত সরকার পাঠাল ২১ টন মানবিক সহায়তা। আজ আকাশপথে এই বিপুল ত্রাণসামগ্রী কাবুলে পৌঁছে দেওয়া হয়েছে।
ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে কম্বল, তাবু, স্বাস্থ্যবিধি কিট, জল সংরক্ষণ ট্যাঙ্ক, জেনারেটর, রান্নার সামগ্রী, পোর্টেবল ওয়াটার পিউরিফায়ার, স্লিপিং ব্যাগ, প্রাথমিক ওষুধপত্র, হুইলচেয়ার, হ্যান্ড স্যানিটাইজার, জল পরিশোধন ট্যাবলেট, ওআরএস সলিউশন এবং অন্যান্য মেডিক্যাল কনজ্যুমেবলস।
সরকারি সূত্রে জানা গেছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভারতের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে, প্রয়োজনে আগামী দিনেও আরও ত্রাণসামগ্রী পাঠানো হবে বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, আফগানিস্তানের কয়েকটি এলাকায় গত সপ্তাহে প্রবল ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। এমন সংকটের মুহূর্তে ভারত তাদের ঐতিহ্যগত বন্ধুত্ব এবং মানবিক দায়িত্ব পালনে এগিয়ে এসেছে।
এক সরকারি মুখপাত্র বলেন, “আফগান জনগণের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। প্রয়োজন অনুযায়ী আমরা আরও সহায়তা পাঠাতে প্রস্তুত।”
আন্তর্জাতিক মহল ভারতের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে।

More Stories
আমেরিকার শাটডাউন ও তার ছায়া: ভারতীয় অর্থনীতি ও প্রবাসীদের জন্য কী বার্তা?
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিলেন নেপালের সুশীলা কার্কি
হংকং-ঝুহাই-ম্যাকাও সেতু