October 5, 2025

সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে কড়াকড়ি — ৭৩ জনের আবেদন খারিজ করল স্বাস্থ্য দপ্তর

সোমালিয়া ওয়েব নিউজঃ সরকারি হাসপাতালে নিয়মিত পরিষেবা নিশ্চিত করতে এবং অনিয়ম রুখতে এবার আরও কড়া অবস্থান নিল রাজ্য সরকার। স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত দুটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট ৭৩ জন সরকারি চিকিৎসকের প্রাইভেট প্র্যাকটিসের আবেদন খারিজ করা হয়েছে

তালিকায় রয়েছেন জেনারেল স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার ও ডিউটি মেডিক্যাল অফিসার পদমর্যাদার চিকিৎসকরা। তাঁদের মধ্যে সার্জারি, মেডিসিন, গাইনোকলজি, ইএনটি, শিশু রোগ, প্যাথোলজি, অ্যানাস্থেসিওলজি, চোখ, অর্থোপেডিকস এবং ত্বক বিভাগের চিকিৎসকরা রয়েছেন।

খারিজ হওয়া চিকিৎসকরা রাজ্যের একাধিক জেলার বাসিন্দা— বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া, দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হুগলি, বীরভূম, কোচবিহার, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর ও দার্জিলিং।

স্বাস্থ্য দপ্তরের নিয়ম অনুযায়ী, সরকারি চিকিৎসকরা NOC (No Objection Certificate) ছাড়া প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না। চাকরিতে যোগদান, প্রমোশন কিংবা বদলির সময়েই কেবলমাত্র NOC চাওয়া যেতে পারে। এই নির্দেশ মেনেই এবার ৭৩ জন চিকিৎসকের আবেদন বাতিল হয়েছে।

স্বাস্থ্য মহলের মতে, এই সিদ্ধান্তে সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসা পরিষেবা আরও সুনিশ্চিত হবে। তবে চিকিৎসকদের একাংশের অভিমত, প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ না থাকলে দক্ষতা চর্চায় বাধা তৈরি হতে পারে।

Loading