October 5, 2025

সুকুমার রায়ের প্রয়াণ দিবসে স্মরণ

অমর স্রষ্টার কলম আজও সমান প্রাসঙ্গিক

সোমালিয়া ওয়েব নিউজঃ আজ খ্যাতনামা শিশু সাহিত্যিক, রম্যরচনাকার, নাট্যকার ও প্রাবন্ধিক সুকুমার রায়ের প্রয়াণ দিবস। বাংলা সাহিত্যজগতে ‘অবাক জগতের’ স্রষ্টা হিসেবে তিনি আজও সমানভাবে শ্রদ্ধেয় ও প্রিয়। অকালপ্রয়াণ হলেও তাঁর সাহিত্যভাণ্ডার প্রজন্মের পর প্রজন্মকে আনন্দ দিয়েছে এবং দিচ্ছে।

১৮৮৭ সালের ৩০ অক্টোবর কলকাতায় জন্ম সুকুমারের। তিনি ছিলেন প্রখ্যাত বিজ্ঞানী উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর পুত্র এবং চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জনক। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে মুদ্রণবিদ্যা নিয়ে পড়াশোনা করে দেশে ফিরে তিনি সাহিত্য রচনায় মন দেন। খুব অল্প সময়ে তিনি শিশু সাহিত্যের জগতে এক অনন্য উচ্চতায় পৌঁছে যান।

তাঁর লেখা ‘আবোল তাবোল’, ‘হ-জ-ব-র-ল’, ‘পাগলা দাশু’ কিংবা নাটক ‘লক্ষ্মণের শক্তিশেল’ আজও সমান জনপ্রিয়। ছড়া, রম্যরচনা ও কৌতুক-রসের মিশ্রণে তাঁর রচনা বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে। শিশু সাহিত্যকে তিনি যে মাত্রায় উন্নীত করেছিলেন, তা আজও তুলনারহিত।

মাত্র ৩৬ বছর বয়সে ১৯২৩ সালের ১০ সেপ্টেম্বর তিনি প্রয়াত হন। কিন্তু অল্প সময়ের সৃজনশীলতাতেই তিনি বাংলা সাহিত্যকে দিয়ে গেছেন এক অনন্য ধনভাণ্ডার।

আজ বিভিন্ন সাহিত্য মঞ্চ, স্কুল-কলেজ ও সাংস্কৃতিক সংগঠনে তাঁর রচনাপাঠ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানানো হচ্ছে।

Loading