October 5, 2025

আত্মবলিদান দিবসে স্মরণ বাঘা যতীন

দেশজুড়ে শ্রদ্ধাঞ্জলি স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়কে

সোমালিয়া ওয়েব নিউজঃ আজ স্বাধীনতা আন্দোলনের এক উজ্জ্বল নক্ষত্র যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের, তথা বাঘা যতীনের আত্মবলিদান দিবস। ১৯১৫ সালের এই দিনে ওড়িশার বালেশ্বরে ব্রিটিশ সেনার সঙ্গে অসম লড়াইয়ে বীরের মতো শহীদ হন তিনি। দেশজুড়ে বিভিন্ন জায়গায় আজ নানা অনুষ্ঠানের মাধ্যমে তাঁর স্মৃতিকে শ্রদ্ধা জানানো হচ্ছে।

বিপ্লবী কার্যকলাপের জন্যই যতীন্দ্রনাথ ইতিহাসে অমর হয়ে আছেন। স্বদেশি আন্দোলনের দিনগুলোতে তিনি তরুণদের সংগঠিত করেছিলেন বিদেশি শাসনের বিরুদ্ধে। মাত্র কয়েকজন সহযোদ্ধাকে নিয়ে ব্রিটিশ সেনার সঙ্গে তাঁর লড়াই স্বাধীনতার ইতিহাসে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সেই বীরত্বগাথাই আজও মানুষকে উদ্বুদ্ধ করে।

রাজ্যের নানা প্রান্তে আজ স্বাধীনতা সংগ্রামীকে স্মরণ করে সভা, পদযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্কুল, কলেজ ও সামাজিক সংগঠনগুলির তরফেও নানা আলোচনাচক্রের মাধ্যমে নতুন প্রজন্মকে বাঘা যতীনের আদর্শের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

ইতিহাসবিদদের মতে, বাঘা যতীনের আত্মত্যাগ স্বাধীনতার আন্দোলনে নতুন গতি এনেছিল। তাঁর অদম্য সাহস এবং দেশপ্রেম আজও জাতির জন্য এক অমূল্য সম্পদ।

Loading