October 5, 2025

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে সচেতনতার বার্তা

‘আত্মহত্যার ধারণার পরিবর্তন’— এবারের প্রতিপাদ্য

সোমালিয়া ওয়েব নিউজঃ আজ পালিত হচ্ছে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। প্রতি বছর ১০ই সেপ্টেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং আন্তর্জাতিক আত্মহত্যা প্রতিরোধ সংস্থা (IASP) যৌথভাবে এই দিনটি পালন করে থাকে। উদ্দেশ্য একটাই— আত্মহত্যা প্রতিরোধে বৈশ্বিক সচেতনতা বাড়ানো এবং সমাজে ইতিবাচক মানসিকতার প্রসার ঘটানো।

বিশ্বজুড়ে প্রতিবছর প্রায় ৮ লক্ষ মানুষ আত্মহত্যার পথ বেছে নেন। পরিসংখ্যান বলছে, প্রতি ৪০ সেকেন্ডে একজন মানুষ আত্মহত্যা করেন। শুধু তাই নয়, ১৫ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে মৃত্যুর অন্যতম প্রধান কারণ আত্মহত্যা। এই ভয়াবহ পরিস্থিতি রোধ করতেই এবারের প্রতিপাদ্য রাখা হয়েছে— “আত্মহত্যার ধারণার পরিবর্তন” (Changing the Narrative on Suicide)

বিশেষজ্ঞদের মতে, আত্মহত্যা প্রতিরোধ করা সম্ভব কেবলমাত্র সচেতনতা, মানসিক স্বাস্থ্য শিক্ষা, সহমর্মিতা এবং সমাজের সক্রিয় ভূমিকার মাধ্যমে। মানসিক অবসাদ বা সংকটের সময় মানুষকে একা না রেখে পরিবার, বন্ধু ও সমাজের উচিত তাদের পাশে দাঁড়ানো।

আজ বিভিন্ন দেশ, সংস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মশালা, আলোচনাচক্র ও প্রচারমূলক অনুষ্ঠানের মাধ্যমে আত্মহত্যা প্রতিরোধের বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে।

Loading