October 5, 2025

বালির শিল্পে অভিনব শুভেচ্ছা

উপরাষ্ট্রপতি নির্বাচিত সি পি রাধাকৃষ্ণানকে অভিনন্দন জানালেন সুদর্শন পট্টনায়েক

সোমালিয়া ওয়েব নিউজঃ বিশ্ববিখ্যাত বালি শিল্পী ও পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সুদর্শন পট্টনায়েক আবারও তাঁর অনন্য শিল্পকর্মে মন কাড়লেন। ওড়িশার পুরী সমুদ্র সৈকতে তিনি তৈরি করলেন এক বিশেষ বালির ভাস্কর্য। উদ্দেশ্য— সদ্য নির্বাচিত ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণানকে অভিনন্দন জানানো।

সমুদ্রতটে গড়া এই বালির শিল্পে উঠে এসেছে রাধাকৃষ্ণনের প্রতিকৃতি এবং শুভেচ্ছাবার্তা। দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন শিল্পকর্মটি দেখতে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সেই ছবি।

প্রতিবারই জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনাকে কেন্দ্র করে সুদর্শন তাঁর বালির শিল্পের মাধ্যমে বার্তা পৌঁছে দেন। কখনও পরিবেশ সচেতনতা, কখনও সমাজ সংস্কারের ডাক— তাঁর শিল্পকর্মের মধ্যে ফুটে ওঠে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ও ইতিবাচক বার্তা।

উপরাষ্ট্রপতি নির্বাচিত সি পি রাধাকৃষ্ণানকে শুভেচ্ছা জানিয়ে সুদর্শন জানান, “এটি দেশের জন্য গর্বের মুহূর্ত। আমার শিল্পের মাধ্যমে আমি শুধু অভিনন্দন জানাতেই চাইনি, বরং দেশের ঐক্য ও সংহতির প্রতীক হিসেবেও এই বার্তা পৌঁছে দিতে চেয়েছি।”

পুরী সৈকতের বালুচরে এভাবেই আবারও আলোড়ন তুলল সুদর্শন পট্টনায়েকের শিল্পকর্ম।

Loading