October 5, 2025

১৫ই সেপ্টেম্বর থেকে বদল আসছে UPI লেনদেনে সীমারেখায়

সোমালিয়া ওয়েব নিউজঃ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) ঘোষণা করেছে যে, UPI লেনদেনের সীমা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হচ্ছে। আগামী ১৫ই সেপ্টেম্বর থেকে ব্যক্তি থেকে ব্যবসায়ী (P2M) লেনদেনের ক্ষেত্রে প্রতিদিন সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করা যাবে।

তবে এই সুবিধা সব ক্ষেত্রের জন্য নয়। NPCI জানিয়েছে, এটি আপাতত নির্দিষ্ট কিছু খাতে প্রযোজ্য হবে। যেমন—

  • হাসপাতাল ও স্বাস্থ্য পরিষেবা
  • শিক্ষা প্রতিষ্ঠান ও ফি প্রদানের ক্ষেত্র
  • এবং আরও কয়েকটি নির্বাচিত সেক্টর

এর বাইরে দৈনন্দিন কেনাকাটা বা অন্যান্য ক্ষেত্রে আগের সীমাই বহাল থাকবে।

বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্তে চিকিৎসা বা উচ্চশিক্ষার মতো বড় অঙ্কের পেমেন্ট আরও সহজ হবে। একদিকে যেমন গ্রাহকরা ক্যাশ বা চেক বহন করার ঝামেলা থেকে মুক্তি পাবেন, অন্যদিকে ডিজিটাল লেনদেন আরও স্বচ্ছ ও নির্ভরযোগ্য হবে।

NPCI-এর এই পদক্ষেপকে কেন্দ্র করে ডিজিটাল ইকোনমি এবং ক্যাশলেস লেনদেন আরও প্রসারিত হবে বলেই আশা করা হচ্ছে।

Loading