October 5, 2025

অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মজয়ন্তী আজ

সোমালিয়া ওয়েব নিউজ:
বাংলা সাহিত্য ভুবনের অপরাজেয় কথাশিল্পী, সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা আর প্রেম-আকাঙ্ক্ষাকে কলমে তুলে ধরা লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আজ জন্মদিন। ১৮৭৬ সালের এই দিনে হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মেছিলেন তিনি। তাঁর লেখনীর সহজ সরল ভাষা যেমন মাটির ঘ্রাণ বহন করেছে, তেমনই সমাজের বঞ্চিত, শোষিত ও অবহেলিত মানুষের কথা সাহসের সঙ্গে প্রকাশ করেছে।

‘শ্রীকান্ত’, ‘দেবদাস’, ‘পরিণীতা’, ‘পল্লীসমাজ’, ‘চরিত্রহীন’ কিংবা ‘গৃহদাহ’— একের পর এক কালজয়ী উপন্যাস ও গল্প কেবল বাংলা সাহিত্যকেই সমৃদ্ধ করেনি, ভারতবর্ষের সংস্কৃতির ভাণ্ডারেও অমর হয়ে আছে। নারী জীবনের সংগ্রাম, সমাজের ভণ্ডামি ও মানবতার জয়গান— তাঁর প্রতিটি রচনাই আজও সমান প্রাসঙ্গিক।

কেবল সাহিত্যিক নন, শরৎচন্দ্র ছিলেন সমাজসচেতন এক বিদ্রোহী। তাঁর কলম সমাজ সংস্কারের হাতিয়ার হয়ে উঠেছিল। বাল্যবিবাহ, কুসংস্কার, জাতপাত প্রথার বিরুদ্ধে প্রতিবাদে তাঁর সাহিত্য আজও বাঙালির পথ প্রদর্শক।

আজ তাঁর জন্মজয়ন্তীতে দেবানন্দপুরসহ গোটা বাংলা তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে।

Loading