October 5, 2025

ভোটকেন্দ্রের জন্য অনলাইন তথ্যভান্ডার তৈরি করবে নির্বাচন দফতর

সোমালিয়া ওয়েব নিউজঃ রাজ্যে ভোটকেন্দ্র সংক্রান্ত তথ্যকে আরও সুশৃঙ্খল ও সহজলভ্য করতে বড়সড় উদ্যোগ নিল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। এবার তৈরি হচ্ছে ভোটকেন্দ্রের একটি নতুন অনলাইন তথ্যভান্ডার।

নির্বাচন দফতর সূত্রে জানা গিয়েছে, প্রতিটি বুথের সঠিক অবস্থান, পরিকাঠামো এবং সুযোগ-সুবিধা সম্পর্কিত বিস্তারিত তথ্য এই তথ্যভান্ডারে একত্রিতভাবে সংরক্ষণ করা হবে। ফলে প্রশাসন যেমন দ্রুত তথ্যের নাগাল পাবে, তেমনি নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও দক্ষতা আরও বাড়বে।

অধিকারিকরা জানিয়েছেন, তথ্যভান্ডার প্রস্তুত হলে জেলার নির্বাচন কর্তারা সহজেই বুথভিত্তিক পরিস্থিতি মূল্যায়ন করতে পারবেন। কোথায় কী ঘাটতি রয়েছে বা কোন বুথে বিশেষ নজরদারির প্রয়োজন, তা দ্রুত চিহ্নিত করা যাবে।

নির্বাচন দফতরের মতে, এই উদ্যোগ রাজ্যের ভবিষ্যৎ নির্বাচনী প্রস্তুতিকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে তুলবে।

Loading