সোমালিয়া ওয়েব নিউজঃ রাজ্যের বিচার ব্যবস্থার পরিকাঠামো উন্নয়নে বড়সড় পদক্ষেপ নিল সরকার। আপাতত ৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে হাইকোর্ট এবং নিম্ন আদালতগুলির জন্য। গতকাল কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বার রাশিদির ডিভিশন বেঞ্চে মামলার শুনানির সময় ভার্চুয়ালি যোগ দেন মুখ্যসচিব মনোজ পন্থ।
শুনানিতে মুখ্যসচিব জানান, হাইকোর্ট ও নিম্ন আদালতের মোট ১৪টি প্রকল্পের কাজে এই অর্থ ব্যয় করা হবে। প্রস্তাবটি ইতিমধ্যেই অনুমোদনের জন্য অর্থ দফতরে পাঠানো হয়েছে। এদিন আদালতে রাজ্যের তরফে জানানো হয়, অর্থের যোগান নিয়ে যে সমস্যার কথা উঠেছে, তা সমাধানের জন্য আগামী সাত দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রাজ্যের তরফে এও জানানো হয়েছে যে, বরাদ্দ অর্থ দ্রুত মুক্ত করা হলে আদালতের অবকাঠামো উন্নয়নমূলক কাজগুলি গতি পাবে। আদালত অবকাঠামোর ঘাটতি নিয়ে বহুদিন ধরেই নানা মহল থেকে অভিযোগ উঠছিল। সরকারের এই পদক্ষেপ সেই সমস্যার সমাধানে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলেই মনে করছে আইন মহল।

More Stories
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক
প্লাবনের আশঙ্কা ও প্রবল বৃষ্টির পূর্বাভাস: রাজ্য সরকারের সতর্কবার্তা