সোমালিয়া ওয়েব নিউজঃ রাজ্যের কোষাগার ভরতে আবারও সাধারণ মানুষের পকেটেই নজর দিল সরকার। কলকাতা ও সংলগ্ন এলাকায় সম্পত্তির সার্কেল রেট হঠাৎ করেই ১৫ শতাংশ থেকে ৯০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল থেকেই কার্যকর হয়েছে এই নতুন হার। ফলে বাড়ি, জমি বা ফ্ল্যাট কিনতে গেলে বাড়বে রেজিস্ট্রেশন খরচ, স্ট্যাম্প ডিউটির বোঝাও চাপবে আরও ভারী।
প্রশ্ন একটাই— কেন এই হঠাৎ বৃদ্ধি? অর্থ দপ্তর পরোক্ষভাবে ইঙ্গিত করেছে, নানা প্রকল্প চালাতে গিয়ে সরকারি কোষাগার থেকে মাসে মাসে বেরিয়ে যাচ্ছে বিপুল অঙ্কের টাকা। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মী ভাণ্ডারের মতো প্রকল্প আজ রাজ্যের হাজার হাজার পরিবারকে ভরসা দিচ্ছে ঠিকই। কিন্তু সেই অর্থ জোগাড়ের দায় আবারও ফিরে এল জনগণের ঘাড়েই।
অর্থাৎ একদিকে সরকার দিচ্ছে সাহায্যের হাত, অন্যদিকে সেই হাতেই কেড়ে নিচ্ছে বাড়তি করের বোঝা। যে মানুষ আজ ভাতার টাকায় খানিকটা ভরসা পান, তিনি যখন বাড়ি কিনতে যাবেন তখনই বুঝবেন তার কাঁধে চাপানো হয়েছে দ্বিগুণ ভার।
প্রশ্ন উঠছে— এ কি তবে “দেওয়া -নেওয়া”-র রাজনীতি? জনগণকে খুশি করতে ভাতা, আর সেই ভাতার জোগান দিতে করবৃদ্ধি! এই চক্র কবে ভাঙবে? সাধারণ মানুষই বা কবে বুঝবেন, রাজনীতি যেভাবেই ঘুরুক, শেষমেশ হিসেবের খাতায় ক্ষতি কেবল তাঁরই?

More Stories
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক
প্লাবনের আশঙ্কা ও প্রবল বৃষ্টির পূর্বাভাস: রাজ্য সরকারের সতর্কবার্তা