October 5, 2025

দেশজুড়ে ৫০০ ডেটা ল্যাব স্থাপন, AI গবেষণায় জোর সরকারের

সোমালিয়া ওয়েব নিউজঃ ভারতের প্রযুক্তি ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে কেন্দ্রীয় সরকার। তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বৃহস্পতিবার ঘোষণা করেছেন, দেশব্যাপী ৫০০-রও বেশি ডেটা ল্যাব স্থাপন করা হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI মিশনের অংশ হিসেবে নেওয়া এই উদ্যোগের লক্ষ্য, আগামী দিনের বিশ্বে ভারতকে শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়া।

মন্ত্রী জানান, ২০২৬ সালের ‘এআই ইমপ্যাক্ট সামিট’-এর আগে ভাষা-ভিত্তিক বৃহৎ মডেল (LLM) তৈরির কাজে জোর দেওয়া হচ্ছে। এর জন্য টেক মাহিন্দ্রা, ফ্র্যাক্টাল অ্যানালিটিক্স, আইআইটি বোম্বে কনসোর্টিয়াম এবং ভারতজেন সহ মোট আটটি নতুন কোম্পানিকে বেছে নেওয়া হয়েছে

সরকারের দাবি, এই উদ্যোগ কেবলমাত্র গবেষণা ও প্রযুক্তি ক্ষেত্রেই নয়, বরং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও শিল্পসহ একাধিক খাতে ডিজিটাল পরিকাঠামোর বড়সড় পরিবর্তন আনবে। দেশের বিভিন্ন প্রান্তে যে ডেটা ল্যাবগুলি স্থাপন করা হবে, তা মূলত স্থানীয় ভাষা ও আঞ্চলিক ডেটার উপর কাজ করবে, যাতে ভারতীয় বাস্তবতাকে কেন্দ্র করে তৈরি হয় আরও উন্নত এআই মডেল।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ ভারতের ডিজিটাল অর্থনীতিকে নতুন গতি দেবে। বিশ্বব্যাপী এআই প্রতিযোগিতায় ভারতের অবস্থান আরও শক্ত হবে বলেই আশা করা হচ্ছে।

অশ্বিনী বৈষ্ণবের বক্তব্যে স্পষ্ট, এআই এখন শুধু গবেষণার বিষয় নয়, বরং জাতীয় উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মসংস্থানের অন্যতম হাতিয়ার হয়ে উঠতে চলেছে।

Loading