October 5, 2025

বিধিভঙ্গের দায়ে ৪৭৪ রাজনৈতিক দল বাদ, তালিকা থেকে উধাও ১২টি বাংলার

সোমালিয়া ওয়েব নিউজঃ নির্বাচন কমিশনের কঠোর পদক্ষেপে এক ঝটকায় তালিকা থেকে বাদ পড়ল ৪৭৪টি নথিভুক্ত কিন্তু স্বীকৃতিপ্রাপ্ত নয় এমন রাজনৈতিক দল। পশ্চিমবঙ্গেরও ১২টি দল এই তালিকার অন্তর্ভুক্ত। কমিশন জানিয়েছে, ২০১৯ সাল থেকে টানা ছয় বছর ধরে এই দলগুলি একটি নির্বাচনেও অংশ নেয়নি এবং প্রয়োজনীয় শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে।

গত দু’মাসে এ নিয়ে কমিশন মোট ৮০৮টি রাজনৈতিক দলকে তালিকা থেকে বাদ দিল। এর মধ্যে গত মাসে প্রথম দফায় বাদ পড়েছিল ৩৩৪টি দল। এবার দ্বিতীয় দফায় বাদ পড়ল আরও ৪৭৪ দল।

কমিশন সূত্রে জানা গেছে, এ ছাড়াও ৩৫৯টি নথিভুক্ত অথচ স্বীকৃতিপ্রাপ্ত নয় এমন দলকে আলাদাভাবে চিহ্নিত করা হয়েছে, যারা গত তিন বছরে নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও তাদের বার্ষিক নিরীক্ষিত হিসেব জমা দেয়নি।

নির্বাচন কমিশনের দাবি, এই পদক্ষেপ গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য অপরিহার্য। রাজনৈতিক মহলে শোরগোল পড়লেও, বিশেষজ্ঞদের মতে—এমন পদক্ষেপে “ভোটের বাজারে ভুয়ো ও নিষ্ক্রিয় দলগুলির দাপট” অনেকটাই কমবে। কমিশনের বার্তা স্পষ্ট—অকার্যকর ও বিধিভঙ্গকারী দলকে আর কোনও ছাড় নয়।

Loading