সোমালিয়া ওয়েব নিউজঃ জম্মু ও কাশ্মীরের ত্রিকূট পাহাড়ের চূড়ায় অবস্থিত শ্রী মাতা বৈষ্ণো দেবীর মন্দিরে আগামীকাল থেকে শুরু হচ্ছে পবিত্র নবরাত্রি উৎসব। নয় দিনব্যাপী এই উৎসবে লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটবে বলে অনুমান করা হচ্ছে।
আকাশবাণীর জম্মু সংবাদদাতা সূত্রে জানা গেছে, দর্শনার্থীদের জন্য আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ ও নির্বিঘ্ন তীর্থযাত্রার অভিজ্ঞতা নিশ্চিত করতে মন্দির বোর্ডের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভবন, অর্ধকুয়ারী, ভৈর মন্দির এবং গুহা মন্দির পর্যন্ত যাওয়ার সম্পূর্ণ পথ ফুল, রঙিন আলো ও ঐতিহ্যবাহী নকশায় সজ্জিত করা হয়েছে।
এছাড়া ভিড় নিয়ন্ত্রণে বিশেষ নজর দেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, চিকিৎসা সুবিধাও বাড়ানো হয়েছে যাতে কোনো ভক্ত বিপাকে না পড়েন। পুরো এলাকা জুড়ে আলোকসজ্জা ও পরিচ্ছন্নতার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
নবরাত্রি উপলক্ষে শুধু পূজা-অর্চনাই নয়, মন্দির বোর্ডের আয়োজনে সাংস্কৃতিক ও ভক্তিমূলক অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে উৎসবের আধ্যাত্মিক মর্ম ভক্তদের কাছে আরও উজ্জ্বলভাবে প্রতিফলিত হবে।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তরা আগামী নয় দিন ধরে শ্রী মাতা বৈষ্ণো দেবীর আরাধনায় অংশ নেবেন—আনন্দ ও ভক্তির আবহে ভরে উঠবে কাটরা ও ত্রিকূট পাহাড়ের চূড়া।

More Stories
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা
বিজয়া দশমী: অধর্মের পরাজয় ও ধর্মের জয় উদযাপন
মহা অষ্টমী : দেবী আরাধনার সর্বোচ্চ শিখর