October 5, 2025

আরামবাগে নেশামুক্ত ভারত গড়ার অঙ্গীকারে “নমো যুব ম্যারাথন” ও আরএসএস শতবর্ষ উপলক্ষে বিশেষ কার্যক্রম

সোমালিয়া ওয়েব নিউজঃ নেশা মুক্ত ভারত গড়ার লক্ষ্যে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে আরামবাগ সাংগঠনিক জেলায় আয়োজিত হলো “নমো যুব ম্যারাথন” দৌড় প্রতিযোগিতা। এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আরামবাগ জেলার সম্মানীয় সভাপতি সুশান্ত কুমার বেরা। উপস্থিত ছিলেন গোঘাট বিধানসভার সম্মানীয় বিধায়ক বিশ্বনাথ কারক সহ বিজেপির অসংখ্য কর্মী ও কার্যকর্তারা।

আয়োজকদের বক্তব্য অনুযায়ী, যুব সমাজকে নেশার করাল গ্রাস থেকে মুক্ত রাখা এবং সুস্বাস্থ্য ও শৃঙ্খলার প্রতি আকৃষ্ট করাই এই ম্যারাথনের মূল উদ্দেশ্য। সমাজের তরুণ প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটি এক দৃঢ় অঙ্গীকার।

এদিন মহালয়ার পবিত্র পূর্ণ তিথিতে অনুষ্ঠিত হয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে দৌলতপুর মাঠে আরামবাগ নগর খন্ডের একত্রীকরণ কার্যক্রম। উপস্থিত ছিলেন বিধায়ক বিমান ঘোষ সহ অন্যান্য কার্যকর্তারা। বিশ্বের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন আরএসএস-এর শতবর্ষের এই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান অতিথিরা।

বক্তারা জানান, দেশের সংস্কৃতি রক্ষা, সমাজকল্যাণ ও জাতীয় চেতনা জাগ্রত করতে আরএসএস গত একশো বছর ধরে যে নিরলস সেবা দিয়ে আসছে, তা সারা বিশ্বের সামনে এক অনন্য উদাহরণ। দেশের প্রতি শ্রদ্ধা, আত্মনিবেদন ও নিঃস্বার্থ সেবার এই দীর্ঘ ইতিহাস আজও দেশবাসীকে অনুপ্রাণিত করে।

অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে দেশকে “বিকশিত ভারত” গড়ার শপথ পুনরায় উচ্চারণ করা হয়।

Loading