December 1, 2025

“স্বয়ংসিদ্ধা” উদ্যোগে সচেতনতার বার্তা — আরামবাগে হুগলি গ্রামীণ পুলিশের কর্মসূচি

সোমালিয়া ওয়েব নিউজঃ হুগলি গ্রামীণ পুলিশ জেলার পক্ষ থেকে আরামবাগ মহিলা থানার উদ্যোগে এবং আরামবাগ কারাটে একাডেমির সহযোগিতায় গতকাল অনুষ্ঠিত হয়েছে “স্বয়ংসিদ্ধা” সচেতনতামূলক কর্মসূচি। অনুষ্ঠানটি আয়োজিত হয় আরামবাগ জুবিলি পার্ক মাঠ সংলগ্ন শিশুনিকেতন স্কুল প্রাঙ্গণে।

এই কর্মসূচিতে প্রায় ৩৫০ জন ছাত্র-ছাত্রী, তাঁদের অভিভাবক, কারাটে প্রশিক্ষক ও কোচ উপস্থিত ছিলেন। কর্মসূচির মূল লক্ষ্য ছিল সমাজে বিভিন্ন সমস্যা ও ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নারী ও শিশু সুরক্ষার গুরুত্ব তুলে ধরা।

অনুষ্ঠানে বাল্যবিবাহ, শিশু পাচার, অল্প বয়সে মাতৃত্বের কুফল, ট্রাফিক নিয়ম মেনে চলার প্রয়োজনীয়তা, সাইবার অপরাধ এবং ডিজে বক্স ব্যবহারের ক্ষতিকর প্রভাব ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি, আরামবাগ মহিলা থানার যোগাযোগ নম্বরসহ অন্যান্য জরুরি পরিষেবার নম্বর উপস্থিতদের মধ্যে বিতরণ করা হয়।

এই উদ্যোগকে উপস্থিত সকলেই আন্তরিকভাবে স্বাগত জানান। ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি, নিরাপত্তা ও আত্মনির্ভরতার বার্তা পৌঁছে দিতে এই কর্মসূচি একটি কার্যকর মঞ্চ হিসেবে প্রমাণিত হয়।

Loading