December 1, 2025

বেআইনি টোটোর রেজিস্ট্রেশন শুরু করছে রাজ্য সরকার, চালকদের দাবি আরও

সোমালিয়া ওয়েব নিউজ; রাজ্যজুড়ে বেআইনি টোটো চালানো নিয়ন্ত্রণে আনতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। কয়েকদিন আগে কলকাতায় এক সাংবাদিক বৈঠকে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, শিগগিরই শুরু হতে চলেছে বেআইনি টোটোদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া।

মন্ত্রী জানান, আপাতত টোটো চালকদের জন্য টেম্পোরারি রেজিস্ট্রেশন নম্বর (TTEN)চালু করা হবে। এর মাধ্যমে রাজ্যের সমস্ত টোটোকে সরকারিভাবে তালিকাভুক্ত করা হবে।

তবে টোটো চালকদের দাবি, শুধুমাত্র অস্থায়ী রেজিস্ট্রেশনই যথেষ্ট নয়। তাঁদের মতে, সরকারের উচিত রোড ট্যাক্স ও ইন্সুরেন্সের ব্যবস্থা করা এবং চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স দেওয়া। একই সঙ্গে চালু করে জানিয়েছেন নতুন রেজিস্ট্রেশনের খরচ টোটো চালকদের সাধ্যের মধ্যে থাকা উচিত।

চালকদের একাংশের অভিযোগ, “যেভাবে বেকারত্ব বাড়ছে, টোটোর সংখ্যাও একই হারে বাড়ছে। এখনই যদি নিয়ন্ত্রণ না আনা যায়, তাহলে ভবিষ্যতে রাস্তায় চলাচলই কঠিন হয়ে উঠবে।”

পরিবহন দফতর সূত্রে জানা গিয়েছে, রেজিস্ট্রেশনের পাশাপাশি টোটো চলাচলের জন্য নির্দিষ্ট রুট এবং চার্জ নির্ধারণের বিষয়েও সরকার চিন্তাভাবনা করছে। উল্লেখ্য, বর্তমানে রাজ্যে প্রায় লক্ষাধিক টোটো রাস্তায় চলাচল করছে।

Loading