December 1, 2025

উত্তরবঙ্গের ক্ষতিগ্রস্ত কৃষকদের শস্যবীমার আওতায় আনছে রাজ্য সরকারনদীর চরাঞ্চলের চাষিরাও পাবেন সরকারি সুবিধা: কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়

সোমালিয়া ওয়েব নিউজঃ উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ের জেরে ফসলের ব্যাপক ক্ষতির পর, রাজ্য সরকার ঘোষণা করেছে যে সব ক্ষতিগ্রস্ত কৃষককে শস্যবীমার আওতায় আনা হবে। নদীর চরে দীর্ঘদিন ধরে চাষবাস করা কৃষকরাও এবার সেই বীমা সুবিধার আওতায় আসবেন বলে জানিয়েছেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়

গতকাল নবান্নে উত্তরবঙ্গের ফসলের ক্ষয়ক্ষতি পর্যালোচনার উদ্দেশ্যে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কৃষিমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন কৃষি সচিব ওঙ্কার সিং মীনা এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলার আধিকারিকরা।

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেসব কৃষক এখনও শস্যবীমার আওতায় নেই, তাদের নাম দ্রুত নথিভুক্ত করা হবে। জেলা প্রশাসনের কাছ থেকে কৃষি দপ্তর সেই তালিকা সংগ্রহ করে রাজ্য সরকারের কাছে পাঠাবে।

কৃষিমন্ত্রী জানিয়েছেন, “আমাদের লক্ষ্য হলো কোনও কৃষক যেন ক্ষতির মুখে একা না পড়ে। সরকারি সহায়তা পৌঁছে যাবে সবার কাছে।”

Loading