সোমালিয়া ওয়েব নিউজঃ নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যজুড়ে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নির্দিষ্ট সংক্ষিপ্ত সংশোধন কর্মসূচি–২০২৬। কমিশন প্রকাশ করেছে এই সংক্রান্ত পূর্ণাঙ্গ সময়সূচি।
তালিকা অনুযায়ী, প্রিন্টিং ও প্রশিক্ষণ পর্ব চলবে ২৮ অক্টোবর থেকে ৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত। এর পরপরই বাড়ি-বাড়ি গণনা (House to House Enumeration) শুরু হবে ৪ নভেম্বর ২০২৫, যা চলবে ৪ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।
এরপর ৯ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা (Draft Electoral Roll)।
ভোটাররা তাদের নাম, ঠিকানা, বয়স বা অন্যান্য তথ্য যাচাই করে প্রয়োজনে সংশোধনের আবেদন জানাতে পারবেন।
দাবি ও আপত্তি জানানোর সময়সীমা নির্ধারিত হয়েছে ৯ ডিসেম্বর ২০২৫ থেকে ৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। একই সময়ে চলবে শুনানি ও যাচাই প্রক্রিয়া (Hearing & Verification), যা সম্পন্ন হবে ৩১ জানুয়ারি ২০২৬-এর মধ্যে।
সবশেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে।
নির্বাচন কমিশনের এক মুখপাত্র জানিয়েছেন, “ভোটার তালিকা সংশোধনের এই কর্মসূচি নাগরিকদের তথ্য আপডেট করার সুবর্ণ সুযোগ। সকল যোগ্য নাগরিককে এতে অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে।”

![]()

More Stories
পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের ডাক ব্রিগেডে, রাজ্যপালকে আমন্ত্রণ সনাতন সংস্কৃতি সংসদের
বিধানসভা নির্বাচনের আগে ইভিএম–ভিভিপ্যাটের এফএলসি শুরু রাজ্যে, চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত
হাতুড়ে ডাক্তারি বনাম পাশ করা ডাক্তার—অরাজকতার জঞ্জালে বাংলার স্বাস্থ্যব্যবস্থা