December 1, 2025

ভোটার তালিকা সংশোধনের সূচি ঘোষণা, ফেব্রুয়ারি ২০২৬-এ প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা

সোমালিয়া ওয়েব নিউজঃ নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যজুড়ে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নির্দিষ্ট সংক্ষিপ্ত সংশোধন কর্মসূচি–২০২৬। কমিশন প্রকাশ করেছে এই সংক্রান্ত পূর্ণাঙ্গ সময়সূচি।

তালিকা অনুযায়ী, প্রিন্টিং ও প্রশিক্ষণ পর্ব চলবে ২৮ অক্টোবর থেকে ৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত। এর পরপরই বাড়ি-বাড়ি গণনা (House to House Enumeration) শুরু হবে ৪ নভেম্বর ২০২৫, যা চলবে ৪ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।

এরপর ৯ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা (Draft Electoral Roll)
ভোটাররা তাদের নাম, ঠিকানা, বয়স বা অন্যান্য তথ্য যাচাই করে প্রয়োজনে সংশোধনের আবেদন জানাতে পারবেন।

দাবি ও আপত্তি জানানোর সময়সীমা নির্ধারিত হয়েছে ৯ ডিসেম্বর ২০২৫ থেকে ৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। একই সময়ে চলবে শুনানি ও যাচাই প্রক্রিয়া (Hearing & Verification), যা সম্পন্ন হবে ৩১ জানুয়ারি ২০২৬-এর মধ্যে।

সবশেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে।

নির্বাচন কমিশনের এক মুখপাত্র জানিয়েছেন, “ভোটার তালিকা সংশোধনের এই কর্মসূচি নাগরিকদের তথ্য আপডেট করার সুবর্ণ সুযোগ। সকল যোগ্য নাগরিককে এতে অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে।”

Loading