সোমালিয়া ওয়েব নিউজ: একটানা বৃষ্টিতে আরামবাগ মহকুমার বিভিন্ন এলাকা জলমগ্ন হয়েছে। এছাড়াও বাঁকুড়ার দিক থেকে আসা জলে দ্বারকেশ্বর নদ তীরবর্তী এলাকার বাড়িগুলিতে জল ঢুকেছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে দুর্গত মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আর তাঁদের পাশে দাঁড়ালেন তৃণমূল নেতা-নেত্রীরা। কোথাও রান্না করা খাবার পরিবেশন করলেন, আবার কোথাও শুকনো খাবার পৌঁছে দিলেন। শনিবার সকালে আরামবাগ পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের দুর্গত মানুষদের হাতে খাদ্যসামগ্রী তুলে দিলেন তৃণমূল যুবনেতা সেখ শাহিদ ইমাম। তিনি নিজস্ব উদ্যোগে প্রায় ৫০০ পরিবারকে এই সামগ্রী তুলে দেন। পাশাপাশি দোকান খরচের জন্য প্রত্যেক পরিবারকে নগদ ১০০ টাকা করে দেন। অন্যদিকে আরামবাগের সালেপুর-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ডহরকুন্ডু, ডোঙ্গল ও বড়ডোঙ্গল এলাকায় দেড়শো জলবন্দি মানুষকে খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি গুণধর খাঁড়া, পঞ্চায়েত প্রধান সঞ্জিত অধিকারী। আরামবাগ শহরের ৫ নম্বর ওয়ার্ডের জলমগ্ন হয়েছে ৩৩টি বাড়ি। সেখানে পরিদর্শন করলেন আরামবাগ সাংসদ অপরূপা পোদ্দার, প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, পুর প্রশাসক স্বপন নন্দী। তাঁরা ওই পরিবারগুলিকে ত্রিপল পৌঁছে দেন। এছাড়া ওই ত্রিপল দিয়ে বাড়ি ছাইতে যে খরচ হবে তাও তাঁরা বহন করেন। এ বিষয়ে আরামবাগ সাংসদ অপরূপা পোদ্দার বলেন, মা-মাটি-মানুষের নেত্রী মমতা ব্যানার্জি দিনরাত অক্লান্ত পরিশ্রম করে সাধারণ মানুষের উন্নয়নের জন্য কাজ করে চলেছেন। আমরা তাঁরই অনুগত সৈনিক। আমরা সবসময়ই সাধারণ মানুষের পাশে আছি এবং আগামী দিনেও থাকব।
More Stories
বিহার নির্বাচনে কংগ্রেসের তিন পর্যবেক্ষক ঘোষিত
মহালয়ার ভোরে রেডিও শোনার ঐতিহ্য ও বর্তমান বাস্তবতা
BRICS দেশগুলোর সঙ্গে ১০০% রুপিতে বাণিজ্যের প্রসঙ্গ