October 6, 2025

রিষড়া গ্রীন ভলেন্টিয়ার্স এবং কোভিড কেয়ার সংগঠনের পক্ষ থেকে বাজারে করোনা সচেতনতা অভিযান

সোমালিয়া সংবাদ, রিষড়া: রিষড়া গ্রীন ভলেন্টিয়ার্স এবং কোভিড কেয়ার সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার রিষড়া বাস্তুহারা বাজারে করোনা সচেতনতা অভিযান চালানো হয। গ্রীন ভলেন্টিয়ার এর পক্ষ থেকে সমীরণ বসু জানান এই বাজার এলাকা কে হটস্পট হিসেবে ঘোষণা করা হয়েছে ।তার সত্বেও প্রতিনিয়ত দেখা যাচ্ছে এই বাজারে যারা কেনাকাটা করতে আসছেন তাদের মধ্যে কিছু সংখ্যক মানুষের সচেতনতার অভাব রয়েছে। মাস্ক ছাড়া ও সামাজিক দূরত্ব না মেনে তারা ঘোরাফেরা করছেন ।এর বিরুদ্ধে আমাদের আজকের এই অভিযান ।কারণ যেভাবে আমাদের রাজ্যে করোনা ছড়িয়ে পড়েছে তা থেকে মানুষকে সচেতন করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বাসীর কাছে আবেদন জানিয়েছেন। সেই আবেদনে সাড়া দিয়ে মানুষ আজ সচেতন হচ্ছেন। কিন্তু কিছু কিছু মানুষ এখনো বিষয় টা বুঝতে পারছেন না এই রোগের কতটা ভয়াবহতা ।শুধু আজকের এই কর্মসূচি নয় আমরা গ্রীন ভলেন্টিয়ারও কোভিড কেয়ারের পক্ষ থেকে রিষড়ায় বিভিন্ন এলাকার মানুষের বাড়িতে আমরা যাচ্ছি। তাদের স্বাস্থ্যের ব্যাপারে খোঁজখবর নিচ্ছি, এবং যে সমস্ত মানুষরা করোনার শিকার হয়েছেন তাদের বাড়িতে আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা গিয়ে তাদের অক্সিজেনের পরিমাপ নিচ্ছেন এবং তাদের ওষুধপত্রের ব্যবস্থা করে দিচ্ছেন। এই সমস্ত কাজ আমরা করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায়। আমরা আশা করব মানুষ আরো বেশি করে সচেতন হবেন এবং তা যদি আমরা করতে পারি অচিরেই এই রোগ থেকে মুক্ত হয়ে বাংলা আবার সজীব হয়ে উঠবে।

Loading