October 5, 2025

টোটোয় চোড়ে ঘুরছেন বিধায়ক

সোমালিয়া ওয়েব নিউজ বলাগড়ের বিভিন্ন প্রান্তে টোটো করে বিধায়ক ঘুরছেন মানুষের কাজে। পেট্রল, ডিজেল তো লাগবে না, বলাগড় বিধানসভার ৭০ ভাগই গ্রাম, এগারো টা স্টেশন,পঞ্চাশ মাইল লম্বা… এই বিধানসভায় মানুষের খোঁজ নিতে কোনো বিলাস বহুল গাড়ী নয়, টোটোকেই বেঁচেছেন মনোরঞ্জন ব্যেপারী।
গ্রামের রাস্তায় আজ থেকে ঘুরে বেড়াচ্ছে বলাগড়ের নবনির্বাচিত বিধায়ক মনোরঞ্জন ব‍্যাপারী।

Loading