সোমালিয়া ওয়েব নিউজ সকাল ৬টা থেকে বেলা ১ এবং বিকাল ৬ থেকে রাত ৮ পর্যন্ত্য আজ থেকে মন্দিরে প্রবেশ করতে পারবে ভক্তরা। গতকাল অবধি এই সময় সীমা ছিল শুধুমাত্র সকাল ৭ টা থেকে ১২ অবধি। তবে মন্দিরের গর্ভগৃহে এখনো প্রবেশ করতে পারবে না যাত্রীরা, বহাল থাকলে করোনা সংক্রান্ত পুরানো সমস্ত বিধি নিষেধ। উল্লেখ্য করোনা সংক্রমন ক্রমশ কমতে থাকায় গত ৩রা জুন থেকে মন্দিরের দরজা খোলা হয় ভক্তদের জন্য। নিয়ম ছিল সকাল ৭ থেকে ১২ টা অবধি প্রবেশ করতে পারবে ভক্তরা। সংক্রমনের হার ক্রমশ নিম্নমুখী হ ওয়ায় পুনরায় মন্দিরে প্রবেশের সমসসীমা বাড়ানো হয়েছে বলে জানা গেছে।। তবে করোনা সম্পর্কিত সমস্ত বিধি নিষেধ মেনে চলতে হবে যাত্রীদের । মাস্ক পড়ে মন্দিরে ঢোকা বাধ্যতামূলক। গর্ভগৃহ বন্ধ , তাই বাইরে চোঙাতেই জল, বেলপাতা ঢালতে হবে ভক্তদের। ২টি গেট ই খোলা থাকবে মন্দিরের। আর এক মাস পরে শ্রাবনী মেলা শুরু হবার কথা। লক্ষাধিক মানুষের সমাগম হয় বলে গতবছর মেলা বন্ধ রেখেছিল মন্দির কর্তৃপক্ষ। এবছর মেলা করা যাবে কিনা তা অবশ্য এখনো কর্তৃপক্ষের তরফে কিছু জানা যায়নি।
More Stories
বিহার নির্বাচনে কংগ্রেসের তিন পর্যবেক্ষক ঘোষিত
মহালয়ার ভোরে রেডিও শোনার ঐতিহ্য ও বর্তমান বাস্তবতা
BRICS দেশগুলোর সঙ্গে ১০০% রুপিতে বাণিজ্যের প্রসঙ্গ