সমালিয়া ওয়েব নিউজ অত্যাচারের বিরুদ্ধে পুলিশ তো কোনো সহযোগিতা করেনি দলের উপর নেতৃত্ব ও কোন সাথ দেয়নি বলে অভিযোগ বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সহ সভাপতি গণেশ চক্রবর্তী। এদিন বেশ কয়েক জন দলীয় কর্মী দের সঙ্গে তারাকেশ্বর মন্দিরে পূজা দিতে যান গণেশ চক্রবর্তী।তাঁর অভিযোগ ভোট পরবর্তী হিংসার জেরে বহু বিজেপি কর্মী ঘর ছাড়া, বহু বিজেপি কর্মী মারধোর থেকে বাড়ি লুটপাট হয়েছে এর অভিযোগ থানায় জানাতে গেলেও পুলিশ কোনো সহযোগিতা করেনি উল্টে বিজেপি কর্মীদের মিথ্যা কেশ দিয়েছে।তাঁর অভিযোগ এই সময় দলের উপর নেতৃত্ব ও কোন সাথ দেয়নি। তাই পুলিশ প্রশাসন থেকে দলের নেতৃত্বের উপর ভরসা না করে এবার বাবা তারাকনাথের শরণাপন্ন হয়ে বিজেপি কর্মীদের উপর হওয়া অত্যাচারের বিচার প্রার্থনা করলেন গণেশ চক্রবর্তী।
যদিও গণেশ চক্রবর্তীর বাবা তারকনাথের কাছে বিচার চাওয়া কে কটাক্ষ করেছে শাসক শিবির।কোথাও কোনো হিংসার ঘটনা ঘটেনি,প্রচারে আসার জন্য বিজেপি নেতা নাটক করছে।ওনার পাগলা গারদে যাওয়া উচিৎ।
তৃণমূল কংগ্রেসের হুগলী জেলার সহ সভাপতি স্বপন সামন্ত বলেন গণেশ চক্রবর্তীর মানকুন্ডু বা রাঁচিতে থাকা উচিৎ।বাবার মন্দিরে যে কেউ পূজা দিতে পারেন।তবে গণেশ চক্রবর্তী প্রচারে থাকার জন্য নাটক করছেন।
More Stories
বিহার নির্বাচনে কংগ্রেসের তিন পর্যবেক্ষক ঘোষিত
মহালয়ার ভোরে রেডিও শোনার ঐতিহ্য ও বর্তমান বাস্তবতা
BRICS দেশগুলোর সঙ্গে ১০০% রুপিতে বাণিজ্যের প্রসঙ্গ